নেশার টাকা না দেওয়ায় ছেলের হাতে খুন মা
নদিয়া: নেশা করার জন্য টাকা না পাওয়ায় মাকে খুন করলো ছেলে। ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে বৌদিকেও। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নদিয়ার চাকদাতে। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।
অভিযুক্তের নাম সুকুমার বিশ্বাস। চাকদা শহরে বাবা, মা, দুই দাদা, বৌদি ও এক বোনের সঙ্গে থাকত সে। কোনও কাজ করত না সে, উল্টে প্রতিদিন নেশা করত। আর নিয়ে বাড়িতে নিত্য অশান্তি লেগেই থাকতো।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, প্রায় প্রতিদিনই নেশার করার জন্য বাড়ির লোকের কাছ থেকেই টাকা চাইত ওই যুবক। আর দাবি মতো টাকা না পেলে অত্যাচারও করতো সে।
বৃহস্পতিবার বিকেলে নেশা করার জন্য টাকা দেওয়াকে কেন্দ্র করে পরিবারের সদস্যদের সঙ্গে বচসা শুরু হয় সুকুমারের। বচসা চলাকালীন ধারালো দিয়ে মায়ের দিকে তেড়ে যায় সে। বাধা দিতে যান অভিযুক্তের বৌদি। ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন দু’জনেই।
রক্তাক্ত অবস্থায় তাঁদের নিয়ে যাওয়া হয় চাকদা স্টেট জেনারেল হাসপাতালে। সেখানে অভিযুক্তের মাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। বর্তমানে তাঁর বৌদির চিকিৎসার চলছে কল্যাণীর জেএনএম হাসপাতালে।
এদিকে ঘটনার পর পালিয়ে গিয়ে এলাকার একটি মদের দোকানে লুকিয়ে ছিল সুকুমার। পরে তাকে ধরে ফেলেন স্থানীয় বাসিন্দারা। বেধড়ক মারধরের পর তার হাত-পা বেঁধে পুকুরে ফেলে দেওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ এবং অভিযুক্তকে উদ্ধার করে নিয়ে যায় থানায়।
প্রতিবেশীদের দাবি, নেশা করার জন্য টাকা না পেয়ে এর আগেও বোনকে ধারালো অস্ত্র কোপ মেরেছিল অভিযুক্ত। তখন কোনও রকমে প্রাণ বেঁচে গিয়েছিল বোন।
এমনকী, প্রতিবেশীরা প্রতিবাদ করতে গেলে তাঁদের দিকেও ধারালো অস্ত্র নিয়ে তেড়ে যেত সুকুমার। অভিযুক্তের শাস্তির দাবি তুলেছেন প্রতিবেশীরা।