গৃহশিক্ষকের যৌন লালসার শিকার ৭ বছরের ছাত্রী

Loading

গৃহশিক্ষকের যৌন লালসার শিকার ৭ বছরের ছাত্রী

নদিয়া: দীর্ঘদিন ধরে বাড়িতে পড়াতে আসা গৃহশিক্ষকের যৌন লালসার শিকার হতে হল ৭ বছরের ছোট্ট মেয়েকে। ঘটনাটি ঘটেছে নদিয়া জেলার ধানতলায়। সারাদিন সাংসারিক কাজে ব্যস্ত থাকেন মা। তাই খুব বেশি নজর দিতে পারেন না মেয়ের পড়াশোনার দিকে।

https://news.google.com/publications/CAAqBwgKMJ-knQswsK61Aw?hl=en-IN&gl=IN&ceid=IN:en

ছোট্ট মেয়েটি প্রায়ই কান্নাকাটি করে, গৃহশিক্ষকের কাছে পড়তে বসতে চায় না। মা ভাবেন পড়াশোনার কারণে গৃহশিক্ষক হয়তো বকাবকি করে, তাই এমন করে মেয়ে।

দু-এক দিন আগে বিষয়টি নিয়ে সন্দেহ হয় মায়ের। সোমবার স্বচক্ষে প্রমান পেয়ে যান তিনি। সোমবার সকাল ৯ টা নাগাদ পড়াতে আসে গৃহশিক্ষক এবং সেই সুযোগে শ্রীলতাহানি করার চেষ্টা করে ওই শিশুকে।

শিশুটি চিৎকার করলে ছুটে আসেন মা এবং হাতেনাতে ধরে ফেলেন ওই গৃহ শিক্ষককে। তাৎক্ষণিক শিশুর মা ধানতলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন গৃহশিক্ষক সৌরভ ভক্তের বিরুদ্ধে। তাঁর অভিযোগ অনুযায়ী গৃহ শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ।

Author

Share Please

Make your comment

%d bloggers like this: