গঙ্গায় তলিয়ে গেল যুবক, সাহায্য করলো না বন্ধুরা
নদিয়া: স্নান করতে নেমে গঙ্গায় তলিয়ে গেল এক যুবক। মৃতের নাম সত্যজিৎ মল্লিক, পেশায় ব্যবসায়ী, বয়স ৩২ বছর। বাড়ি নদীয়া জেলার পদ্মবিলা এলাকায়। শুক্রবার ভোরে ঘটনাটি ঘটেছে, চাকদা গৌরণগর গঙ্গার ঘাটে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সত্যজিতের সঙ্গে তাঁর কয়েকজন বন্ধু ছিল। চাকদা রোডে যানজট থাকায় তাঁরা গৌরনগর ঘাটে যান তাঁরা। সেখানে গঙ্গায় স্নান করতে নামে সত্যজিৎ। কিন্তু তিনি গঙ্গায় তলিয়ে যান। জানা গিয়েছে, তাঁকে বাঁচাতে গঙ্গায় নামেন তার এক বন্ধু, কিন্তু তিনি সাঁতার না জানায় সত্যজিৎকে তিনি বাঁচাতে পারেননি। এরপর সেখান থেকে পালিয়ে যান মৃতের সব বন্ধুরা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় চাকদা থানার পুলিশ। ডুবুরি দিয়ে বল্লসি চালানো হয়। কিন্তু এখন পর্যন্ত দেহ খুঁজে পাওয়া যায়নি।
পুলিশের প্রাথমিক অনুমান, মদ্যপান করে গঙ্গায় স্নান করতে নামার জন্য এই বিপত্তি হয়েছে। মৃতের বন্ধুদের খোঁজ শুরু করেছে পুলিশ। আদেও এটা দুর্ঘটনা না কী অন্য কিছু, সেদিকটাও খতিয়ে দেখছে চাকদা থানার পুলিশ।