পারিবারিক বিবাদের জেরে বাবা মাকে খুন করল ছেলে

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Instagram Channel Follow Now

পারিবারিক বিবাদের জেরে বাবা মাকে খুন করল ছেলে

নদিয়া: নৃশংসভাবে বাবা মা কে খুন করল ছেলে। শনিবার ভোরে ঘটনাটি ঘটেছে নদিয়ার চাপড়া থানার আরশরিষা গ্রামে। রাতেই ঘটনাস্থলে যায় বিশাল পুলিশবাহিনী। মৃত মায়ের নাম আছিয়া মথপুরি, বয়স ৫৫ বছর এবং বাবার নাম মসলেম মথপুরি, বয়স ৬৫ বছর।

https://news.google.com/publications/CAAqBwgKMJ-knQswsK61Aw?hl=en-IN&gl=IN&ceid=IN:en

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পারিবারিক বিবাদের জেরেই এই ঘটনা। বৃদ্ধ দম্পতি মসলেম ও আছিয়ার ২ ছেলে। ছোটো ছেলে কর্মসূত্রে বাইরে থাকেন। ওই দম্পতির বড় ছেলে অজিত মথপুরি প্রায়ই জমিজমা নিয়ে ঝামেলা করতেন।

স্থানীয় সূত্রে খবর, শুক্রবার রাতেও ছাগল বাঁধা নিয়ে বাবা মায়ের সঙ্গে বচসা বাঁধে তাঁর। বচসার মধ্যেই বড় ছেলে অজিত মথপুরি চ্যালা কাঠ নিয়ে আক্রমণ করে বৃদ্ধা মায়ের ওপর। বেধড়ক মারধর শুরু করে। বৃদ্ধ মসলেম স্ত্রীকে বাঁচাতে এলে ছেলে তাঁকেও মারতে শুরু করে। ঘটনাস্থলেই মারা যান আছিয়া মথপুরির।

প্রতিবেশীরা বাধা দিতে এলে এলাকা ছেড়ে পালায় অজিত। পরে খবর পেয়ে চাপড়া থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। বৃদ্ধকে ভর্তি করানো হয় স্থানীয় হাসপাতালে। সেখানেই পরে মৃত্যু হয় তাঁর। পুলিশ অভিযুক্ত অজিত মথপুরির গ্রেফতার করেছে।

Author

এই খবরটা তাঁর সঙ্গে শেয়ার করুন, যার এটা জানা দরকার

Make your comment