অমানবিকতার মাঝেও মানবিক রূপ মধ্যমগ্রামের ডাক্তারের
নাগেরবাজার: অমানবিকতার মাঝেও মানবিক রূপ মধ্যমগ্রামের ডাক্তারের। ঘটনা টি ঘটেছে নাগেরবাজারের মোড়ের কাছে। একজন মাঝবয়সী ভদ্রমহিলা হটাৎ করেই অসুস্থ হয়ে পড়েন মাঝ রাস্তায়। সঙ্গে সঙ্গেই তিনি সংজ্ঞা হারান।
তবে, করোনা আক্রান্ত ভেবে কেউই এগিয়ে আস্তে সাহস পায়নি। যারফলে ওই মহিলা দীর্ঘ সময় পড়েছিলেন রাস্তার ধারে। ডাক্তার রাজেশ রায় যিনি পাশেই চেম্বার করছিলেন। এই খবর পেয়ে ছুটে আসেন সেখানে। ঝাঁপিয়ে পড়েন ওনাকে সুস্থ করতে। জানা গিয়েছে মানবিক এই ডাক্তার মধ্যমগ্রামের বাসিন্দা।
নিজেকে বিপদে ফেলে অসুস্থ মানুষকে সেবা করতে ওনার একবার ও ভাবতে হয়নি। খানিক বাদে ভদ্রমহিলা খানিক সুস্থ হলে , ওনাকে বাড়ি পৌঁছাবার ব্যবস্থা করে নিজের চেম্বারে ফিরে যান ডাক্তারবাবু। অমানবিকতার মাঝেও এমন মানবিক রূপ ডাক্তারের এটাই তো কাম্য আমাদের।