ST শংসাপত্র পাওয়ার দাবিতে আন্দোলনের পথে নামল কিষান জাতি সেবা সমিতি

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Instagram Channel Follow Now

ST শংসাপত্র পাওয়ার দাবিতে আন্দোলনের পথে নামল কিষান জাতি সেবা সমিতি

মালদা : বিধানসভা নির্বাচনের আগে আবারো নিজেদের দাবিতে আন্দোলনের পথে নামল মালদা জেলা কিষান জাতির সেবা সমিতি। একটাই দাবি কিষান জাতির মানুষদের এসটি শংসাপত্র প্রদান করতে হবে। বৃহস্পতিবার এই দাবিকে সামনে রেখে মানিকচক ব্লক প্রশাসনের কাছে ডেপুটেশন কর্মসূচি পালন করেন জেলা কিষান জাতির সেবা সমিতি।এই মর্মে একটি স্মারকলিপি তুলে দেওয়া হয় মানিকচক বিডিও জয় আমেদ এর হাতে ।

https://news.google.com/publications/CAAqBwgKMJ-knQswsK61Aw?hl=en-IN&gl=IN&ceid=IN:en

এই কর্মসূচির নেতৃত্বে ছিলেন মানিকচক ব্লকের কিষান জাতির নির্বাচিত জনপ্রতিনিধিরা। উপস্থিত ছিলেন সংগঠনের মানিকচক ব্লক সম্পাদক দুলাল মন্ডল গ্রাম পঞ্চায়েতের ও পঞ্চায়েত সমিতির সদস্যরা। অরাজনৈতিক এই সংগঠনের দীর্ঘদিনের একটাই দাবি তাদের এসটি শংসাপত্র দিতে হবে।

আর সেই দাবিকে আরও উচ্চস্বরে পৌঁছে দিতে গত ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে কিষান জাতির ভোটের ময়দানে লড়াইও করে। অনেক আসন পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতিতে দখল করে এই কিষান জাতি। বারংবার রাজ্য সরকারের আশ্বাস দিলেও এখনো সেই শংসাপত্র তারা পাননি।

তবে ২১ এর নির্বাচনের ঠিক আগে মানিকচক বিধানসভা এলাকায় নিজেদের অবস্থান দাবি-দাওয়া নিয়ে আন্দোলনের পথে কিষান জাতি সেবা সমিতি।

সংগঠনের সদস্যরা জানান,বহু বছর ধরে আমরা বিভিন্ন সময় সরকারকে প্রমাণ দিয়েছি যে আমরা কিষান জাতি।তার পরেও এসটি শংসাপত্র দেওয়া হচ্ছে না। তাই আজ মানিকচক ব্লক বিডিওকে স্মারকলিপি তুলে দেয়।আমাদের দাবি না মানা হলে আগামীতে আরো বৃহত্তর আন্দোলনে মালদা জেলা জুড়ে কিষান জাতির সেবা সমিতি নামবে।

Author

এই খবরটা তাঁর সঙ্গে শেয়ার করুন, যার এটা জানা দরকার

Make your comment