নিজস্ব প্রতিবেদন, মেদিনীপুর: মহানায়কের জন্মদিনে তাঁকে শ্রদ্ধা জানালেন মেদিনীপুরের শিক্ষক নরসিংহ দাস। একটি শাল পাতায় মহানায়ক উত্তম কুমারের প্রতিকৃতি করেছেন তিনি। সেটি তৈরির পর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে পোস্ট করতেই তাঁর ভূয়সী প্রশংসা করেছেন নেটিজেনরা।
এর আগে নিজের শিল্পে তিনি শ্রদ্ধা জ্ঞাপন করেছিলেন প্রাক্তন রাষ্ট্রপতিকে। কালো জিরে দিয়ে তৈরি করেছিলেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের মুখায়ব। তাঁর সেই তৈরি প্রতিকৃতি বেশ প্রশংসা কুড়োয় নেট দুনিয়ায়।
শিল্পী নরসিংহ দাস পেশায় একজন শিক্ষক। তাঁর বাড়ি খাকুর্দাতে হলেও তিনি কর্মসূত্রে বর্তমানে থাকেন মেদিনীপুরেই। তাঁর সোশ্যাল মিডিয়া থেকে জানা গিয়েছে, তিনি মহিষাগেড়িয়া এ.এন.এ হাই মাদ্রাসা (উ: মা:) স্কুলের সহকারী শিক্ষক পদে কর্মরত।
লড়াই ২৪ এর সঙ্গে কথোপকথনে তিনি জানিয়েছেন, ছোটবেলা থেকেই তাঁর আঁকা ও এইধরণের কারুকার্যের শখ ছিল। নিজে ভূগোল এর শিক্ষক হওয়াতে আঁকা ঢুকে পড়েছে নিজের বিষয়তেও। ফলে দুইয়ে দুইয়ে চার করতে দেরি করেননি তিনি। খুব সাধারণ জিনিস দিয়ে প্রতিকৃতি এঁকে ফেলেন তিনি।