Narendra Modi
লড়াই ২৪ ডেস্ক: জম্মু-কাশ্মীর ভিত্তিক একটি সর্বদলীয় বৈঠক ডাকলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সূত্র মারফত জানা গিয়েছে, আগামি সপ্তাহে বৃহস্পতিবার এই বৈঠক ডাকা হয়েছে। বৈঠকে উপস্থিত থাকবেন, জম্মু-কাশ্মীরের সকল রাজনৈতিক দলের নেতারা। মনে করা হচ্ছে জম্মু-কাশ্মীর সংক্রান্ত কোনো বিশেষ আলোচনা সারতে পারে কেন্দ্র। অনুচ্ছেদ ৩৭০ বাতিলের পর জম্মু-কাশ্মীর নিয়ে এই প্রথম বৈঠকে বসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
সূত্র অনুযায়ী জানা গিয়েছে, ইতিমধ্যে জম্মু-কাশ্মীরের সকল রাজনৈতিক নেতা এই বৈঠক সম্পর্কে অবহিত হয়ে গেছেন। তবে সরকারী আমন্ত্রণ পত্র তাদের পাঠানো হয়নি।
শুক্রবার জাতীয় সুরক্ষা উপদেষ্টা অজিত ভোভাল, জম্মু-কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিং সহ শীর্ষ সুরক্ষা ও গোয়েন্দা আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
আর পড়ুন….বৈদ্যুতিক তার ছিড়ে পড়ে তাঁর গায়ে, মৃত্যু হয় ঘটনাস্থলেই
কেন্দ্রের এই সর্বদলীয় বৈঠক নিয়ে জল্পনা চরমে। তবে কি ফের একবার রাজ্যের মর্যাদা পেতে চলেছে জম্মু-কাশ্মীর?
প্রসঙ্গত, ২০১৯ সালের ৬ অগস্ট অনুচ্ছেদ ৩৭০ বাতিল করে কেন্দ্র। ফলে জম্মু-কাশ্মীরকে দেওয়া বিশেষ মর্যাদা লোপ পায়। পাশাপাশি জম্মু-কাশ্মীরকে ভেঙ্গে দুটি কেন্দ্র শাসিত রাজ্যে পরিণত করে দেয় কেন্দ্র। জম্মু-কাশ্মীরে শান্তি ফেরাতেই নাকি এই পদক্ষেপ, এমনটাই দাবি করেছিল কেন্দ্র।