আজ বিকেল চারটেয় জাতির উদ্দেশ্যে ভাষণ নরেন্দ্র মোদীর
নিউদিল্লি: মঙ্গলবার অর্থ্যাৎ ৩০জুন শেষ হচ্ছে দেশে পঞ্চম দফার লকডাউন ও প্রথম দফার আনলক পর্ব। এমন পরিস্থিতিতে ফের জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
তবে ঠিক কি বিষিয়ের উপরে তিনি মঙ্গলবার বিকেলে চারটেয় ভাষণ দেবেন তা এখনও অব্দি স্পষ্ট নয়। একদিকে ইন্দো-চায়না সীমান্ত উত্তেজনা, অন্যদিকে দেশে করোনা অতিমারীর রেকর্ড ভেঙে বেড়ে চলা আক্রান্তের সংখ্যা। এছাড়াও এসবের মাঝেই রয়েছে দেশের অর্থনীতির চাকার মন্থর গতি।
এসব বিষয় গুলির মধ্যে, লকডাউন পরবর্তী করোনা মোকাবিলা পদ্ধতি নিয়েই যে তিনি ভাষণ দেবেন , তা আন্দাজ করা যেতে পারে।
উল্লেখ্য, দেশজুড়ে করোনা সংক্রমণ সংটজনক রূপ ধারণ করলেও, কন্টেইনমেন্ট জোন ছাড়া লকডাউন যে আর হচ্ছে না তা তিনি আগেই উল্লেখ করেছেন।