মাদক যোগের তদন্তে রিয়া ও শৌভিকের বাড়িতে হানা NCB র
মুম্বাই: সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর মামলায় এ বার মূল অভিযুক্ত রিয়া চক্রবর্তী ও তাঁর ভাই শৌভিক চক্রবর্তীর বাড়িতে হানা দিল নারকোটিকস কন্ট্রোল বোর্ড। শুক্রবার সকালে রেইড চালায় NCB। এর পাশাপাশি তারা সুশান্তের ম্যানেজার স্যামুয়েল মিরান্ডার বাড়িতেও হানা দেয়।
NCB-র আধিকারিকরা জানিয়েছেন, তল্লাশি চালানো হয়েছে। NDPS আইন অনুযায়ী, এই রেইউ চালানো হয়েছে বলে জানিয়েছেন আধিকারিকরা। এনসিবি-র ডেপুটি ডিরেক্টর কেপিএস মালহোত্রা জানিয়েছেন, ‘এটা নিয়মমাফিক চলছে। রিয়া ও স্যামুয়েল মিরান্ডার বাড়িতে রেইড চলছে।’
সুশান্তের বিজনেস পার্টনার জানিয়েছেন, সৌরভ গঙ্গোপাধ্যায়ের উপর বায়োপিক বানানোর পরিকল্পনা ছিল তারকার। সব দেখে প্রয়াতের বাবার আইনজীবী বিকাশ সিংয়ের বক্তব্য, এটি যে আত্মহত্যা নয় সে ব্যাপারে প্রায় নিশ্চিত সুশান্তের পরিবার।
কিন্তু একাংশ দাবি করেছে, মুম্বই পুলিশকে বয়ানে সুশান্তের বাবা জানিয়েছিলেন, ছেলে অবসাদের কারণে আত্মঘাতী হলেও হতে পারে। তার উপর শ্রুতির আইনজীবীর বক্তব্য, প্রিয়াঙ্কা সিং প্রয়াতের অ্যাকাউন্ট সম্পর্কে কিছু তথ্য চেয়েছিলেন তাঁর মক্কেলের থেকে। তাতে রাজি না হওয়াতেই শ্রুতির বিরুদ্ধে অভিযোগ আনেন তাঁরা।
‘যদি আমি কোনও কাজ না পাই তাহলে আমি নিজে শর্টফিল্ম বানাবো এবং তাতে অভিনয়ও করব’। সাফল্য এবং ব্যর্থতা কীভাবে তাঁকে প্রভাবিত করে সেই সম্পর্কে কথা বলতে গিয়েই এ কথা বলেছিলেন সুশান্ত।
সেই সঙ্গে তিনি এও বলেছিলেন এমন কিছু কাজ করে যেতে চান যাঁর জন্য মানুষ তাকে মনে রাখে। এছাড়াও তাঁর সংস্থা ইনসাই ভেনচার্স থেকে স্বামী বিবেকানন্দ, মাদার টেরেসা, রবীন্দ্রনাথ ঠাকুর, মহত্মা গান্ধী সহ- বারো জন গুরুত্বপূর্ণ ভারতীয় ব্যক্তিত্বের উপর সিনেমা বানানোর পরিকল্পনা করেছিল।