১৪ ঘণ্টা বন্ধ থাকবে NEFT, অনলাইনে টাকা পাঠানোর আগে জেনে নিন

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Instagram Channel Follow Now

১৪ ঘণ্টা বন্ধ থাকবে NEFT, জানালো RBI

নয়াদিল্লি: বর্তমান করোনা পরিস্থিতি অনলাইনে টাকা লেনদেন অনেকটাই বেড়ে গিয়েছে। ন্যাশনাল ইলেকট্রনিক ফান্ডস ট্রান্সফার (NEFT) হল এমন এক ধরনের পেমেন্ট সিস্টেম যার মাধ্যমে একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে অন্য ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানো হয়৷ ইন্টারনেট ব্যাঙ্কিং অথবা ব্যাঙ্কের শাখা মারফত লেনদেন করে এই পরিষেবার সুবিধা নেওয়া যায়৷এই পরিষেবার মাধ্যমে কেউ টাকা পাঠালে তা ঘণ্টাখানেকের মধ্যেই পৌঁছে যায় প্রাপকের কাছে৷ এক্ষেত্রে ন্যূনতম অথবা সর্বাধিক কত বার লেনদেন করা যাবে সে ব্যাপারে কোনও সীমা ঠিক করা নেই, তবে কিছু কিছু ব্য়াঙ্ক এ ব্যাপারে নির্দিষ্ট লিমিট রাখে৷

https://news.google.com/publications/CAAqBwgKMJ-knQswsK61Aw?hl=en-IN&gl=IN&ceid=IN:en

এনইএফটি-এর মাধ্যমে টাকা পাঠাতে যে ব্যক্তির ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানো হচ্ছে সেই অ্যাকাউন্টের আইএফএসসি কোড, অ্যাকাউন্ট নম্বর, প্রাপকের নাম ইত্যাদি উল্লেখ করতে হয়। এছাড়া এনইএফটি-এর মাধ্যমে লেনদেন করতে করতে হলে গ্রাহকের নেট ব্যাঙ্কিং-এর আইডি এবং পাসওয়ার্ডেরও প্রয়োজন হয়। বর্তমানে এনইএফটি মারফত পেমেন্টের ক্ষেত্রে কোনও রকম চার্জ লাগে না। ২০২০ সালের জানুয়ারি থেকে এই নিয়ম চালু হয়েছে।

তবে আগামী রবিবার কিছু সময়ের জন্য বন্ধ থাকবে NEFT পরিষেবা। রিজার্ভ ব্যাঙ্ক (RBI) জানিয়েছে, ২৩ মে ১৪ ঘণ্টার জন্য ন্যাশনাল ইলেকট্রনিক ফান্ডস ট্রান্সফার পরিষেবা বন্ধ থাকবে।

আরবিআই প্রেস বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, শনিবার ২২ মে রাত ১২ টার পর থেকেই রবিবার ২৩ মে দুপুর ২ টো পর্যন্ত NEFT পরিষেবা বন্ধ থাকবে। NEFT-র টেকনিক্যাল আপগ্রেডের জন্যই সাময়িক ভাবে এই পরিষেবা বন্ধ থাকবে বলে জানানো হয়েছে।

পাশাপাশি আরবিআই-এর তরফে জানিয়ে দেওয়া হয়েছে,ব্যাঙ্কগুলি যেন তাদের গ্রাহককে এই আপগ্রেডের বিষয়ে সূচিত করে। নির্দিষ্ট সময়ের পরে ২৩ মে দুপুর ২ টোর পরে গ্রাহকেরা আবার NEFT পরিষেবার সুবিধা নিতে পারবেন। তবে এই সময়ের মধ্যে আরটিজিএস সিস্টেম যথারীতি চালু থাকবে।

Author

এই খবরটা তাঁর সঙ্গে শেয়ার করুন, যার এটা জানা দরকার

Make your comment