অন্তঃসত্ত্বা হওয়া নিয়ে মুখ খুললেন নেহা কক্কর

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Instagram Channel Follow Now

Neha Kakkar pregennency

লড়াই ২৪ : প্রায়শই লাইমলাইটে উঠে আসে মা হতে চলেছেন নেহা কক্কর। আসলে, নেহা রোহনপ্রীতের বিয়ের মাস দুয়েক পরেই বেবি বাম্প নিয়ে প্রকাশ‍্যে আসায় মাত্রাছাড়া হয়ে গিয়েছিল গুঞ্জন। পরে অবশ‍্য জানা যায়, সবটাই প্রচারের উদ্দেশে ছিল।

https://news.google.com/publications/CAAqBwgKMJ-knQswsK61Aw?hl=en-IN&gl=IN&ceid=IN:en

নেহা কক্কর নতুন গানের জন‍্যই অন্তঃসত্ত্বা সেজেছিলেন। চরম ট্রোলের মুখে পড়তে হয়েছিল গায়িকাকে। তারপরেও একাধিক বার গুঞ্জন উঠেছে তাঁর অন্তঃসত্ত্বা হওয়া নিয়ে।

নেহা অবশেষে এসবের উত্তরই দিলেন। আসলে ইউটিউবে একটি নতুন শো নিয়ে এসেছেন নেহা ও রোহনপ্রীত, যেখানে গায়িকার গোটা পরিবারকেই দেখা যাবে। শোয়ের নাম ‘লাইফ অফ কক্করস’। এই শোয়ের প্রথম এপিসোডেই অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন নিয়ে পরিবারের সকলের সামনেই কথা বলবেন নেহা।

এই গায়িকা জানিয়েছেন, তাঁর মা হতে চলার গুঞ্জন এতটাই বেড়ে গিয়েছিল যে যেখানে সেখানে অস্বস্তিকর পরিস্থিতিতে পড়তে হত তাঁকে। একবার প্লেনের মধ‍্যে বিমান সেবিকা পর্যন্ত তাঁকে জিজ্ঞাসা করেছিলেন তিনি প্রেগনেন্ট কিনা। রোহনপ্রীতের বন্ধুবান্ধবরা রেগে গিয়েছিলেন এই খবরটা লুকিয়ে যাওয়ার জন‍্য।

নেহা বলেন,“আমি মানছি যে আমার পেটটা একটু গোলু মোলু হয়ে গিয়েছে। কিন্তু এতটাও না যে আমাকে প্রেগনেন্ট মনে হবে।”

তিনি এও জানিয়েছেন, আগামী দু তিন বছরে সন্তান নেওয়ার কোনো চিন্তাই করছেন না তিনি ও রোহনপ্রীত।

  Neha Kakkar pregennency

Author

এই খবরটা তাঁর সঙ্গে শেয়ার করুন, যার এটা জানা দরকার

Make your comment