কাঠমান্ডু: চিনের পর নেপালের সঙ্গেও কি বন্ধুত্বপূর্ণ সম্পর্কে ছেদ পড়তে চলেছে? ফের কি এক প্রতিবেশীর সঙ্গে সম্পর্কে অবনতি মোদী সরকারের আমলে?
নেপাল ভারত সীমান্তে উত্তেজনা বেড়ে চলেছে দিন দিন। তবে কিছু ভারতীয় রাজনৈতিক নেতাদের মতে এর পিছনে বেইজিংয়ের ইন্ধন রয়েছে। কিন্তু এবার নেপালের জনগণরাই নতুন এলাকার দাবিতে ভারত সীমানার পিলার ভেঙে গুঁড়িয়ে দিল।
নেপাল সীমান্তে সীতা গুহার সীমানা পিলার গুঁড়িয়ে দিয়েছে স্থানীয় জনগণ। এবং তার সামনেই ছিল ভারত নেপাল সীমান্তের একটি পিলার। সূত্রের মাধ্যমে জানা গিয়েছে সেটিকে ভেঙে নেপালের জনগণরা ওই এলাকায় নেপালের বলে দাবি করতে শুরু করেন।
এই ঘটনার পর ঘটনাস্থলে পৌঁছেছে ভারতীয় সেনা সদস্যরা। তবে পরিস্থিতি এখনো স্বাভাবিক হয়নি বলেই জানা যাচ্ছে সূত্রের মাধ্যমে।