বলিউডের পরিচালক মহেশ ভাটের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য ভাগ্নের স্ত্রীর
মুম্বাই, বিশ্বজিৎ দাস: ফের বিতর্কে জড়ালেন বলিউডের পরিচালক মহেশ ভাট। এবার পরিচালক-প্রযোজকের আত্মীয়ই অভিযোগের আঙুল তুলল তাঁর দিকে।
সোশ্যাল মিডিয়ায় শুক্রবার একটি ভিডিও পোস্ট করে অভিযোগ আনেন মহেশের ভাগ্নের স্ত্রী লভিনা লোধ। ভিডিয়ো মহেশ ভাটকে বলিউডের সবচেয়ে বড় ‘ডন’ বলে উল্লেখ করেন লভিনা। তিনি অভিযোগ আনেন হেনস্থ ও হুমকির।
এই অভিযোগের জবাবও দিলেন মহেশের আইনজীবী। ভিডিয়োর শুরুতে লভিনা নিজেকে মহেশ ভাটের ভাগ্না সুমিত সাবরওয়ালের পত্নী হিসাবে পরিচয় দেন। তারপর বলেন সুমিত ‘ড্রাগ এবং মহিলা’ সরবরাহ করে ইন্ডাস্ট্রির বহু অভিনেতাকে। যার সবটাই মহেশ ভাট জানেন।
এরপর তিনি বলেন যে, তিনি সুমিতকে ডিভোর্স দিতে চাইছেন। যথারীতি মামলাও দায়ের করেছেন। কিন্তু গোটা ভাট পরিবার তাঁর উপর নির্যাতন চালাচ্ছে।
তিনি আরও বলেন যে- ‘মহেশ ভাট ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় ডন। উনি রয়েছেন চালকের আসনে’। কেউ মহেশ ভাটের কথার বাইরে কোনও কাজ করলে তাঁর জীবন শেষ করে দেন উনি- এমনই চাঞ্চল্যকর বয়ান দেন মহেশের এই আত্মীয়া।
সম্প্রতি,টাইমস অফ ইন্ডিয়ার রিপোর্ট অনুসারে মহেশ ভাটের আইনজীবী এই নিয়ে একটি বয়ান জারি করেছেন এবং সব অভিযোগ উড়িয়ে দিয়েছেন। তিনি জানান, “‘লভিনা লোধ যে ভিডিয়োটি রিলিজ করেছেন সেই সম্পর্কে আমার মক্কেল মহেশ ভাট সব অভিযোগ অস্বীকার করছেন।
এই সব অভিযোগ ভুয়ো এবং মানহানিকর, তবে এইগুলির জন্য গুরুতর আইনি ফল ভুগতে হবে। আমার মক্কেল এর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া শুরু করেছে।