ভারতের স্বাধীনতা আন্দোলনের কিংবদন্তী সাহসী নেতা, যিনি দেশবাসীকে অন্যায়ের সঙ্গে আপস না করা ও স্বাধীনতা কেউ দেয়না, তা ছিনিয়ে নিতে হয়, এই ভাবধারায় উদ্বুদ্ধ করেছিলেন তিনি নেতাজি। তাঁর কিছু বাণী আজও স্মরণ করা হয় শ্রদ্ধার সঙ্গে।
শুধুমাত্র চিন্তার জন্য কারও মৃত্যু হতে পারে কিন্তু সেই চিন্তা আজীবন অমৃত থাকে। একজন থেকে আরেকজনের মাধ্যমে ছড়িয়ে পরে সেই চিন্তা।
সর্বদা সত্যতার মাধ্যমে জীবন অতিবাহিত করতে হবে। নিজের প্রতি সৎ হলে সারা বিশ্বের প্রতি কেউ অসৎ হতে পারবেনা।
নরম মাটিতে জন্ম নিয়েছে বলেই বাঙালীর এমন সরল প্রাণ।
প্রকৃতির সঙ্গ না পেলে জীবনটাই বৃথা, ঠিক যেন মরুলোকে নির্বাসনের মত।
স্বাধীনতা কেউ দেয় না, অর্জন করে নিতে হয়।
‘আমাদের দেশের সকলের সমস্যা হল দরিদ্রতা, রোগ, অশিক্ষা, যে দিন মানুষের সামাজিক চেতনা বোধ হবে সেই দিন এই সমস্ত সমস্যার সমাধান হবে।’
টাকা পয়সা দিয়ে কখনো স্বাধীনতা জয় করা যায়না। স্বাধীনতার জন্য দরকার সাহস, যা সাহসী পদক্ষেপ নিতে সাহায্য করবে।