লড়াই ২৪: নিউ ব্যারাকপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের অন্তর্গত সাজিরহাট এলাকায় কলেজ সংলগ্ন পুকুরে স্নান করতে নেমে তলিয়ে গেল যুবক। শুক্রবার দুপুর তিনটে নাগাদ পাঁচজন বন্ধুর সঙ্গে স্নান করতে আসে লেলিন গড়ের যুবক কার্তিক মিস্ত্রি (২২) ওরফে নরেন ।
এরপর বন্ধুরা যখন স্নান করছিল সেই সময় তারা দেখে নরেন জলের মধ্যে ডুবে যাচ্ছে, তারা নরেন কে উদ্ধার করার চেষ্টা করলেও উদ্ধার করতে পারেনি বলে দাবি। এরপর তারা এলাকার লোককে খবর দেয় । এলাকার লোক প্রথমে নিউ ব্যারাকপুর থানার পুলিশকে খবর দেয় । ঘটনাস্থলে নিউ ব্যারাকপুর থানার পুলিশ এসে পৌঁছায় । এর পর ঘটনাস্থলে এসে পৌঁছায় ওয়েস্টবেঙ্গল ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপের একটি টিম ।
হোয়াটসঅ্যাপ: নম্বর সেভ না করেই এখন করতে পারবেন হোয়াটসঅ্যাপ মেসেজ, শিখুন খুব সহজ কৌশল
5 ঘন্টা হয়ে যাওয়ার পরেও শুক্রবার সন্ধ্যা পর্যন্ত পর্যন্ত নরেনের কোনো খোঁজ পাওয়া যায়নি । রাত অবধি ঘটনাস্থলে নরেনের খোঁজে তল্লাশি চালাচ্ছে ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম । যদিও পরিবার এবং এলাকার লোকের অভিযোগ ঘটনা ঘটার প্রায় দু’ঘণ্টা পরে ঘটনাস্থলে এসে পৌঁছায় ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম।