পুজোর আগে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ রাজ্যবাসীকে একটি ভালো খবর দিয়েছে। পুজোর সময় সাধারণ মানুষ যাতে যাতায়াতে ভোগান্তিতে না পড়ে, তার জন্য নতুন বাস পরিষেবা শুরু হচ্ছে। এই পরিষেবা শিলিগুড়ি থেকে কলকাতা এবং অন্যান্য রুটেও চলবে।
পুজোর সময়ে রেল ও বিমান ভাড়া বেড়ে যায়, যা সাধারণ মানুষের জন্য সমস্যা তৈরি করে। তাই, শিলিগুড়ি-কলকাতা রুটে AC ও non-AC বাসের সংখ্যা বাড়ানো হচ্ছে। নতুনভাবে দুটি AC রকেট বাস চালু হবে। এছাড়া, কোচবিহার ফালাকাটা এবং শিলিগুড়ি রুটে সিএনজি বাস চলবে।
পুজো পরিক্রমার জন্য চতুর্থী ও পঞ্চমীতে সরকারি বাস পরিষেবা দেওয়া হবে। পাহাড়ে ছোট বাসও চলবে। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ দফতর কর্মীদের জন্য বিশেষ সম্মান দেওয়ার ব্যবস্থা করেছে। ভালো কাজের জন্য বাস চালক ও মেকানিকদের পুরস্কৃত করা হবে।
মঙ্গলবার, এই নতুন বাস পরিষেবার উদ্বোধন করেছেন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার চেয়ারম্যান পার্থপ্রতিম রায়। উদ্বোধনী অনুষ্ঠানে শিলিগুড়ির মেয়র গৌতম দেব ও ডেপুটি মেয়র রঞ্জন সরকারও উপস্থিত ছিলেন।
পার্থপ্রতিম রায় জানিয়েছেন, ৫টি AC রকেট এবং ৮টি non-AC বাস পরিষেবা চালু হচ্ছে। তিনি বলেন, “পুজোর সময়ে ভাড়া বাড়ানোর কারণে আমাদের এই উদ্যোগ। পর্যটকদের সুবিধা দিতে পাহাড়ের জন্য ছোট গাড়ি চলবে।”