দিল্লি – ফের দেশ জুড়ে বাড়ছে করনার প্রভাব, নতুন করে কোরোনায় আক্রান্ত হয়েছে ২৩ হাজার ৯৫০ জন । মৃত্যু হয়েছে ৩৩৩ জনের । স্বাস্থ্যমন্ত্রকের সর্বশেষ তথ্য অ্নুযায়ী দেশে মোট কোরোনা আক্রান্তের সংখ্যা ১ কোটি ৯৯ হাজার ৬৬ । মোট মৃত্যু হয়েছে ১ লাখ ৪৬ হাজার ৪৪৪ জনের ।
করোনা সংক্রমণের নিরিখে এখনও পর্যন্ত শীর্ষে রয়েছে মহারাষ্ট্র । মোট আক্রান্ত হয়েছে ১৯ লাখ ২ হাজার ৪৫৮ জন এবং সুস্থ হয়ে উঠেছে ১৭ লাখ ৯৪ হাজার ৮০ জন । দ্বিতীয় স্থানে রয়েছে কর্নাটক । মোট আক্রান্ত ৯ লাখ ১১ হাজার ৩৮২ । সুস্থ হয়েছে ৮ লাখ ৮৫ হাজার ৩৪১ জন । অন্ধ্রপ্রদেশ তৃতীয় স্থানে রয়েছে । মোট আক্রান্ত ৮ লাখ ৭৯ হাজার ৩৩৯ জন এবং সুস্থ হয়ে উঠেছে ৭ লাখ ৮৭ হাজার ৬১১ জন ।
এর জেড়েই বিদেশ থেকে ফিরলে বিমানবন্দরে করোনা পরীক্ষা হবে। পজিটিভ হলে পাঠানো হবে আইসোলেশনে । ওই ব্যক্তির সহযাত্রীদের পাঠানো হবে প্রাতিষ্ঠানিক কোয়ারান্টিনে। ব্রিটেনের করোনাভাইরাসের নতুন ভ্যারিয়্যান্ট নিয়ে হইচই শুরু হতেই দেশের বিমানবন্দরে ফিরছে যাবতীয় বিধিনিষেধ।কেন্দ্রের তরফে প্রকাশ করা হয়েছে নতুন স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর (এসওপি)। সেই নির্দেশিকা অনুযায়ী, ২৫ নভেম্বরের পর ব্রিটেন থেকে দেশে ফেরা প্রত্যেককে ট্রাভেল হিস্ট্রি জমা করতে বলা হয়েছে।
নতুন ভ্যারিয়্যান্ট নিয়ে তথ্য সামনে আসার পর ইতিমধ্যেই প্রস্তুত ভ্যাকসিনের কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। যদিও প্রতিটি মহল থেকেই বিজ্ঞানীরা আশ্বস্ত করেছেন, করোনার স্পাইক প্রোটিনের একাধিক জায়গা লক্ষ করে প্রতিষেধক তৈরি করা হয়।
বিমানবন্দরেই আরটি-পিসিআর টেস্ট করা বাধ্যতামূলক করা হয়েছে। সেই পরীক্ষার ফলাফলেই এর জন্য ব্রিটেন ফেরত ২০ জনের শরীরে করোনার উপস্থিতি পাওয়া গিয়েছে। তাদের সংক্রমণের কারণ নতুন ভ্যারিয়্যান্ট কি না, তা যদিও জানা যায়নি। তবে প্রত্যেককেই আইসোলেশনে পাঠানো হয়েছে। এর মধ্যে কলকাতার দু’জন ছিলেন। মঙ্গলবার নতুন করে যোগ হয়েছে দিল্লির পাঁচ ও আমেদাবাদের চার জন,বাকিরা তামিলনাড়ুর।