ফের নতুন করোনা ভাইরাস সংক্রমনের সম্ভবনা, চাঞ্চল্য ছড়িয়েছে মুম্বাইতে
ব্রিটেন: ব্রিটেন যে নতুন করোনা ভাইরাসের হানায় কাঁপছে, সেই করোনা কি এবার ভারতেও থাবা বসালো? এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের দাবি, ইতিমধ্যেই মুম্বইয়ে লন্ডন ফেরত ১৫ জন যাত্রীর শরীরে এই নতুন ধরনের করোনা ভাইরাসের অস্তিত্ব মিলেছে। এই ১৫ জনের রক্তের নমুনা পাঠানো হয়েছে পুণের ইনস্টিটিউট অফ ভাইরলোজিতে। সেখানে আরও পরীক্ষা নিরীক্ষার পরই অবশ্য এ বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যাবে।
ওই সর্বভারতীয় সংবাদমাধ্যম কেন্দ্রের এক আধিকারিককে উদ্ধৃত করে জানিয়েছে, মঙ্গলবার সন্ধে পর্যন্ত লন্ডন থেকে মুম্বইয়ে যে ৫৯০ জন যাত্রী নেমেছেন তাঁদের মধ্যে ১৫ জনের শরীরে এই নতুন ধরনের ভাইরাস থাকার সম্ভাবনা আছে। আপাতত তাঁদের রক্তের নমুনা পরীক্ষা করা হচ্ছে।
আর তারপরই নিশ্চিত হওয়া যাবে, এই রোগীদের শরীরে যে করোনা ভাইরাস পাওয়া গিয়েছে, তা নতুন অভিযোজিত স্ট্রেন কিনা। এ প্রসঙ্গে উল্লেখ্য, ভারত ইতিমধ্যেই ব্রিটেন থেকে বিমান আসাযাওয়ায় নিষেধাজ্ঞা জারি করেছে। তবে, সেই নিষেধাজ্ঞা কার্যকর হবে আজ থেকে। তার আগেই ১৫ জনের শরীরে এই মিউট্যান্ট করোনার হদিশের সম্ভাবনায় আতঙ্ক ছড়িয়েছে বাণিজ্যনগরীতে।