বন্দুক দেখিয়ে লুঠপাটের পর রক্তাক্ত পাইলটকে রাস্তায় ফেলে চম্পট দুষ্কৃতীদের
নয়াদিল্লি: রাতের রাজধানীতে পুরুষ বা মহিলা, কারও জন্যই খুব একটা নিরাপদ নয়, তার প্রমাণ আবারও মিলল। স্পাইসজেটের এক পাইলটকে বন্দুকের ডগায় লুঠপাট চালায় বাইকআরোহী ১০জনের একটি দুষ্কৃতী দল।
তারপর পালানোর আগে যুবরাজ তেওয়াটিয়া নামে ওই পাইলটের উপর এলোপাথাড়ি ছুরি চালায়। রক্তাক্ত অবস্থায় রাস্তাতেই লুটিয়ে পড়েন যুবরাজ।
ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার ভোররাত একটা নাগাদ দক্ষিণ দিল্লিতে আইআইটি উড়ালপুলের উপর।
যুবরাজ তাঁর ডিউটিতে যোগ দিতে ফরিদাবাদে নিজের বাড়ি থেকে বিমানবন্দরের অভিমুখে যাচ্ছিলেন নিজের গাড়িতে।
পুলিশ সূত্রে খবর, উড়ালপুলের কাছাকাছি পৌঁছলে রাস্তা আটকে যুবরাজকে গাড়ি থামাতে বাধ্য করে পাঁচটি বাইকে মোট ১০জন দুষ্কৃতীর একটি দল। তারা গাড়ির কাচ ভেঙে টেনে বের করে যুবরাজকে। তাঁকে পিস্তলের বাঁট দিয়ে মাথায় মারে এবং নগদ ৩৪,০০০ টাকা সহ তাঁর যাবতীয় জিনিসপত্র কেড়ে নেয়।
পালানোর আগে তাঁর উপর ছুরি চালায়। দুষ্কৃতীরা পালিয়ে গেলে পর রক্তাক্ত অবস্থাতেই কোনওমতে পুলিশে ফোন করেন যুবরাজ। পরে থানায় গিয়ে লিখিত অভিযোগ রুজু করেন। রাস্তার সিসিটিভি ফুটেজ দেখে তদন্ত শুরু করেছে পুলিশ। এখনও কেউ ধরা পড়েনি।