নয়াদিল্লিঃ অক্টোবরের আগেই আরও ৫ করোনা ভ্যাকসিন পাচ্ছে দেশ;জরুরি ভিত্তিতে রাশিয়ার স্পুটনিক ভি ভ্যাকসিনকে আগামী ১০ দিনের মধ্যে ব্যবহারের ছাড়পত্র দেওয়া হতে পারে।
করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে ভারতবর্ষে; তার মধ্যেই করোনা ভ্যাকসিনের যোগানে অপ্রতুলতা নিয়ে বিভিন্ন জায়গা থেকে অভিযোগও আসছে। এ হেন পরিস্থির মধ্যেই আশার খবর যে,ভারতে অক্টোবরের মধ্যেই আরও ৫টি করোনা ভ্যাকসিন আসতে চলেছে ।
ভারতে এই মুহূর্তে শুধুমাত্র ভারত বায়োটেকের কোভ্যাক্সিন আর সেরাম ইনস্টিটিউটের কোভিশিল্ড ব্যবহার করা হচ্ছে। আরও পাঁচটি টিকা এ বছরের শেষের দিকেই চলে আসবে দেশে।
জনসন অ্যান্ড জনসনের ভ্যাকসিন (বায়োলজিক্যাল ই-এর সঙ্গে যৌথ ভাবে), নোভাভ্যাক্স (সেরাম ইন্ডিয়ার সঙ্গে যৌথ ভাবে), জাইডাস ক্যাডিলা’স ভ্যাকসিন, ভারত বায়োটেকের ইন্ট্রানাজার ভ্যাকসিন এবং রাশিয়ার স্পুটনিক ভি ।করোনা ভ্যাকসিনের ক্ষেত্রে এই মুহূর্তে ফলদায়ী এবং সুরক্ষিত কিনা, দু’টো বিষয়ই প্রধান বিচার্য কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের কাছে ।
রাশিয়ার স্পুটনিক ভি ভ্যাকসিনকে আগামী ১০ দিনের মধ্যে ব্যবহারের ছাড়পত্র দেওয়া হতে পারে । কারণ এই ভ্যাকসিন সমস্ত করোনা ভ্যাকসিনের মধ্যে করোনা নিয়ন্ত্রণে ৯২ শতাংশ সাফল্য পেয়েছে।