লড়াই ২৪ ডেস্ক: কোটি কোটি চাকুরীজীবীদের জন্য এবার সুখবর। বাড়ানোর সিধান্ত নেওয়া হতে পারে পিএফ ও Earned Leave। কর্মচারীদরে Earned Leave ২৪০ থেকে বাড়িয়ে ৩০০ করা হতে পারে। এখনো নিশ্চিতভাবে কিছু না জানালেও, খুব শীঘ্রই এই বিষয়ে সিধান্ত নিতে চলেছে মোদী সরকার। লেবার কোডের নিয়ম বদল নিয়ে শ্রম মন্ত্রক, লেবার ইউনিয়ন ও শিল্প জগতের প্রতিনিধিদের কাজের ঘণ্টা, বার্ষিক ছুটি, পেনশন, পিএফ, টেক হোম স্যালারি, অবসর নিয়ে পর্যালোচনা হয়েছে। এখানে Earned Leave ২৪০ থেকে ৩০০ করার দাবি জানানো হয়েছে। লেবার কোডের এই নিয়ম পয়লা এপ্রিল থেকে লাগু করার কথা ছিল, কিন্তু রাজ্য সরকারগুলি প্রস্তুত না থাকায় তা লাগু করা হয়নি।
লেবার ইউনিয়নের তরফে, পিএফ এবং Earned Leave বাড়ানোর দাবি নিয়ে সিধান্ত নেওয়া হতে পারে। ইউনিয়ন মেম্বরদের দাবি, Earned Leave ২৪০ থেকে বাড়িয়ে ৩০০ করতে হবে। সরকার তরফে ভবন এবং অন্যান্য নির্মাণ শ্রমিক, বিড়ি শ্রমিক, সাংবাদিক ও সিনেমার সঙ্গে যুক্ত শ্রমিকদের জন্য আলাদা নিয়ম বানানোর দাবি করা হয়েছে।
আরও পড়ুন….৫ দিন ধরে ৫০ হাজার নীচে দৈনিক সংক্রমণ
নতুন নিয়ম পাস করা হয়েছে ২০২০-এর সেপ্টেম্বর থেকে৷ এবার কেন্দ্র সরকারের তরফে শীঘ্রই নিয়ম লাগু করার প্রচেষ্টা চলছে ৷ লেবর কোডের নিয়ম অনুযায়ী, বেসিক স্যালারি হতে হবে মোট বেতনের ৫০ শতাংশ৷ যার জেরে বদলে গেছে বেশিরভাগ কর্মচারীদের বেতনের স্ট্রাকচার৷ আবার বেসিক স্যালারি বাড়লে পিএফ ও গ্র্যাচিউটির জন্য বেশি টাকা কাটা হবে ৷ এর জেরে টেক হোম স্যালারি কমে যাবে কিন্তু পিএফ বাড়তে থাকবে ৷
এছাড়াও নয়া নিয়ম অনুযায়ী, কাজ করার সময় বাড়িয়ে দিনে ১২ ঘন্টা করা হয়েছে। সপ্তাহে অধিকতম ৪৮ ঘণ্টা কাজ করা যেতে পারে, যার ফলে সপ্তাহে কমবে কাজের দিন বাড়বে ছুটির সংখ্যা।