‘আমরা দাদার অনুগামী’ লেখা পোস্টার ঘিরে নতুন জল্পনা রাজনীতিতে
বীরভূম: অনেকদিন আগেই শুভেন্দু অধিকারী শাসকদল তৃণমূলের সঙ্গে ক্রমে দূরত্ব বাড়াচ্ছেন বলে অভিযোগ উঠেছিল। শাসকদল তৃণমূল কংগ্রেস তার একের পর এক বক্তব্যে সিঁদুরে মেঘ দেখছে।
অন্যদিকে আবার পশ্চিমবঙ্গের প্রধান বিরোধী দল বিজেপিও তাঁকে গেরুয়া শিবিরে প্রবেশ করার ওপেন ইনভিটেশন দিয়েই রেখেছে। দলের একাংশের বিরুদ্ধে শুভেন্দুর বিভিন্ন ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিধানসভার প্রাক্কালে রাজ্য রাজনীতির চর্চায় এনেছে অন্য জল্পনা।
রাজনৈতিক বিশেষজ্ঞরা তিনি যে বিজেপিতে যাবেন এমন কথা নিশ্চিত হয়ে বলতে পারছেনা। গত সোমবার রাজ্যের পরিবহন মন্ত্রী একটি প্রশাসনিক কর্মসূচিতে উপস্থিত হয়ে সমস্ত গুঞ্জনে জল ঢালেন।
এই পরিস্থিতিতে জল্পনা আরও উস্কে দিল অনুব্রত মণ্ডলের গড় বলে পরিচিত বীরভূমে শুভেন্দু অধিকারীর সমর্থনে পোস্টার। আর যা প্রকাশ্যে আসার পর থেকেই আলোড়ন ফেলেছে বীরভূমের রাজনীতিতে। এই মুহূর্তেই দুই মেদিনীপুর সহ বিভিন্ন জায়গায় শুভেন্দু অধিকারীর সমর্থনে লাগাতার বেনামী পোস্টার পড়ছে।
পোস্টারে লেখা হয়েছে ‘ আমরা দাদার অনুগামী’। আর এবার এই পোস্টার পড়ল বীরভূমের সিউড়িতে।
সোমবার সন্ধ্যা থেকেই সিউড়ি শহর জুড়ে বিভিন্ন জায়গায় দেখা যায় ‘শুভেন্দু অধিকারী জিন্দাবাদ। আমরা দাদার অনুগামী’ লেখা পোস্টার। আর সিউড়ি শহরে এমন পোস্টার রাজনৈতিক ভাবে বেশ তাৎপর্যপূর্ণ।

মাত্র ১২ হাজারে ৮ জিবি RAM এর মোবাইল- এখনই কিনুন