কলকাতা – করোনার নাতুন স্ট্রেন ধরা পড়েছে ভারতেও, সেই কারনে ব্রিটেনের সঙ্গে বিমান পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিল ভারত।
বুধবার সকালে কেন্দ্রীয় বিমান পরিবহণ মন্ত্রী হরদীপ সিংহ পুরী টুইটারে এক বিবৃতিতে বলেন , ‘ব্রিটেনের সঙ্গে বিমান সংযোগ বন্ধের মেয়াদ ২০২১ সালের ৭ জানুয়ারি পর্যন্ত বাড়ানো হল। তার পর কড়া নিয়ন্ত্রণের মাধ্যমে পরিষেবা চালু করা হবে। খুব শীঘ্র বিশদে এ নিয়ে নির্দেশিকা প্রকাশ করবে কেন্দ্র’। উল্লেখ্য গত ২১ ডিসেম্বর ব্রিটেনের সঙ্গে বিমান সংযোগ সাময়িক ভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় সরকার।
ব্রিটেনে যা ছড়িয়ে পড়ার কারণে আতঙ্কের মহল তৈরি হয়েছে কারণ এটা আগের করোনা ভাইরাসের থেকে ৭৫ শতাংশ বেশি সংক্রামক৷ সব মিলিয়ে দেশে এখনও পর্যন্ত ২০ জনের দেহে নোভেল করোনাভাইরাসের এই নতুন প্রজাতি ধরা পড়েছে, যার মধ্যে একটি শিশুও রয়েছে। এঁরা সকলেই সম্প্রতি ব্রিটেন থেকে দেশে ফেরেন বলে জানা গিয়েছে।
কলকাতা মেডিক্যাল কলেজে ভর্তি ব্রিটেন ফেরত এক যুবকের দেহে সেই স্ট্রেন মিলেছে। ওই যুবককে সম্পূর্ণ আলাদা রাখা হয়েছে।
কলকাতায় করোনার নতুন স্ট্রেন পাওয়ার পর জনস্বাস্থ্য আধিকারিক চিকিৎসক কাজল কৃষ্ণ বণিক জানিয়েছেন, ‘মানুষ যাতে আতঙ্কিত না হন তবে সতর্ক থাকেন। দুর্গাপুজোয় মানুষ যা সতর্কতা দেখিয়েছেন বড়দিনে তা উধাও। মাস্ক না পড়ে যেভাবে বেরিয়েছেন তা আতঙ্কের বিষয়। বর্ষশেষের আনন্দে মাততে গিয়ে তার পরিণাম যেন ভয়ঙ্কর না হয়ে যায় তা মানুষকেই মাথায় রাখতে হবে৷ মানতে হবে সমস্ত স্বাস্থ্য বিধি৷