নিউটাউন পর্ণকান্ডে নয়া মোড়, দমদম থেকে গ্রেফতার পর্ণ ছবির নায়ক

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Instagram Channel Follow Now

Adult Film Industry

লড়াই ২৪ ডেস্ক: নিউটাউন পর্ণকান্ডে আরও এক অভিযুক্তকে গ্রেফতার করলো পুলিশ। এবার দমদম থেকে গ্রেফতার হল পর্ণ ছবির নায়ক। পর্ণকান্ডের মাস্টারমাইন্ড নন্দিতা আগের দিন আদালতে দাবি করে যে, পর্ণ ভিডিওগ্রাফি নয়, শুধু ছবি শুট করা হত। এই দাবির ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই হাতে এলো পর্ণ ছবির নায়ক। ধৃতকে এদিন বারাসাত আদালতে তোলা হয়।

https://news.google.com/publications/CAAqBwgKMJ-knQswsK61Aw?hl=en-IN&gl=IN&ceid=IN:en

পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতের নাম স্নেহাশিস বল। তার বিরুদ্ধে অভিযোগ আছে পর্ণ ছবিতে অভিনয় করতো সে। এছাড়াও আরও একাধিক অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

আরও পড়ুন……….১৩ বছর বয়সেই হাতে ক্রিপ্টোকারেন্সির সম্ভার, গোটা বিশ্বকে তাক লাগিয়ে দিল এই বালক

পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, এর আগে বেশ কয়েকটি ধারাবাহিকে ছোট চরিত্রে অভিনয় করতো স্নেহাশিস। কিন্তু লাভের লাভ কিছুই হয়নি কোনো দিনও। এরপর সেখান থেকেই তার পরিচয় হয় নন্দিতাদের সঙ্গে। ফলত টাকার চাহিদায় যুক্ত হয় পর্ণ ছবিতে। দমদমে তার প্রতিবেশীদের সূত্রে জানা গিয়েছে, হটাৎই একটা পরিবর্তন আসে স্নেহাশিসের জীবনযাত্রায়। ওই এলাকার ছোট বাড়ি থেকে ফ্ল্যাটে ওঠে স্নেহাশিসের পরিবার।

উল্লেখ্য, এই পর্ণকান্ডের তদন্তে নেমে মোট চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁদের মধ্যে দুজন পরিচালক এবং একজন চিত্রগ্রাহক। সামনা সামনি বসিয়ে চলবে জেরা।

এই খবরটা তাঁর সঙ্গে শেয়ার করুন, যার এটা জানা দরকার

Make your comment