Nidhi Bhanushali
মুম্বই: তারক মেহতার ‘উলটা চশমা’ তে সোনুর ভূমিকায় অভিনয় করে জনপ্রিয়তা অর্জন করা নিধি ভানুশালি রেগে আগুন। অভিনেত্রীর বিকিনি ছবি ভাইরাল হতেই চটেছেন অভিনেত্রী।
কিছুক্ষণ আগেই সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ড হয়ে উঠেছিল নিধির এই ছবিগুলি। এই উষ্ণ ছবি দেখে তাঁর ফ্যানেরা রীতিমতো তাজ্জব হয়ে গিয়েছিল। বিভিন্ন ধরণের মন্তব্যও করা হচ্ছিল।
তবে বিকিনি পরিহিত ছবি ভাইরাল হওয়ায় বেশ চটেছেন এই অভিনেত্রী। তিনি মনে কছেন, এমনটা হওয়া মোটেই ঠিক না।
একটি নিউজ পোর্টালে দেওয়া সাক্ষাত্কারে নিধি জানিয়েছেন, লোকেরা তাঁর বিকিনি ছবিতে বেশি আগ্রহী হচ্ছে তা জেনে তিনি অবাক। তিনি জানান, “এটা আমার জীবন। আমি যা করি তাই শেয়ার করি। সকলেই এমনটা করে। আমি কি জানি, যদি এগুলি ট্রেন্ডিং হয়ে যায়।”
Nidhi Bhanushali