নয়াদিল্লি: বিশ্ব এখন করোনার প্রকোপে হাঁফাচ্ছে ।মারা গেছে লক্ষ লক্ষ মানুষ । চেষ্টা চলছে টিকা আবিষ্কারের । এর মধ্যেই করোনার টিকা আবিষ্কারের দাবি জানালো নাইজেরিয়ার বিজ্ঞানী ।
শুক্রবার নাইজেরিয়ান ইউনিভার্সিটির বিজ্ঞানীরা এই আবিষ্কারের কথা জানিয়েছেন।ভ্যাকসিন আবিস্কার দলের প্রধান ও মেডিক্যাল ভাইরোলজি স্পেশালিস্ট ওলাদিপো কোলাওলে এক সাংবাদিক বৈঠকে জানিয়েছেন টিকাটির এখনো কোনো নামকরন হয়নি ।
এটি শুধুমাত্র আফ্রিকার মানুষদের জন্য তৈরি হয়েছে । তবে পরে এটা সারা বিশ্বে ছড়িয়ে পড়বে । তিনি আরো বলেন এটা ভুয়ো হতে পারে না ।নামহীন এই ভ্যাকসিন টি বিশ্বের সামনে আসতে ১৮ মাস সময় লাগবে।