বেঙ্গালুরু: করোনার প্রভাব কমে গেলেও, ফের তার অস্তিত্ব দেখা যাচ্ছে। আজ বুধবার থেকে ২ জানুয়ারি রাত ১০টা থেকে সকাল ৬টা পর্যন্ত নাইট কারফিউ জারি হয়েছে কর্ণাটকে। কর্ণাটকের মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পা জানান, করোনাভাইরাসের নতুন স্ট্রেনের পরিপ্রেক্ষিতে, এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
নয়া রূপের করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে ব্রিটেন থেকে ভারতে আসার সমস্ত বিমান বাতিল করেছে কেন্দ্র৷ অসামরিক পরিবহণ মন্ত্রী হরদীপ সিং পুরী জানিয়েছেন, ২২ ডিসেম্বর থেকে আপাতত ৩১ ডিসেম্বর পর্যন্ত ব্রিটেন থেকে ভারতে আসার সমস্ত বিমান বাতিল করা হল ৷ সংক্রমণ রুখতেই এই সিদ্ধান্ত কেন্দ্র আগেই জানিয়েছিল এই নয়া রূপের করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই ৷ তবুও নতুন করে কোনও ঝুঁকি নিতে চাচ্ছে না ভারত সরকার ৷
উল্লেখ্য মহারাষ্ট্রে মঙ্গলবার থেকে ৫ জানুয়ারী রাত ১১টা থেকে ভোর ৫টা পর্যন্ত নাইট কার্ফু জারি করা হয়েছে।
বউল্লেখ্য বিদেশ থেকে ফিরলে বিমানবন্দরে করোনা পরীক্ষা হবে। পজিটিভ হলে পাঠানো হবে আইসোলেশনে । ওই ব্যক্তির সহযাত্রীদের পাঠানো হবে প্রাতিষ্ঠানিক কোয়ারান্টিনে।ব্রিটেনের করোনাভাইরাসের নতুন ভ্যারিয়্যান্ট নিয়ে হইচই শুরু হতেই দেশের বিমানবন্দরে ফিরছে যাবতীয় বিধিনিষেধ।