তৃণমূলে যোগ টলিউডে যোগ তারকা দম্পতি নীল-তৃণা
কলকাতা: ভোটের নির্ঘণ্ট প্রকাশ হওয়ার পর থেকেই রাজ্যের শাসক দলের প্রার্থী তালিকা প্রকাশের দিকে নজর ছিল গোটা বাংলার। ইতিমধ্যেই একঝাঁক তারকা যোগ দিয়েছেন তৃণমূলে। তালিকায় সংযোজন আরও দু’টি নাম।
বেশ কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
নীল ভট্টাচার্য এবং তৃণা সাহার বিয়ের আসরে গিয়েছিলেন আশীর্বাদ করতে।নায়িকার আবদারেই অবশ্য উপস্থিত হয়েছিলেন ‘প্রিয় দিদি’।

আজ বারোটায় পার্থ চট্টোপাধ্যায়ের হাত থেকে তৃণমূলের পতাকা নিয়ে এই তারকাজুটিও ঘাসফুল শিবিরে যোগ দিলেন।
তাঁদের বিয়েতে মুখ্যমন্ত্রীর উপস্থিতি জল্পনা আরও জোরালো করেছিল। অতঃপর, রাজনীতিতে যোগদান বাংলা টেলিভিশন ইন্ডাস্ট্রির এই তারকাদম্পতির।

রাজ্য রাজনীতিতে এখন দলে যোগদান কিংবা পালা-বদলের হাওয়া। একুশের বিধানসভা নির্বাচনের আগে যে যেদিকে পারছেন, ঝুঁকছেন। টলিউড ইন্ডাস্ট্রির তারকারা নিত্যদিন কেউ শিবির বদলাচ্ছেন, ‘এ ফুল, ও ফুল’ করছেন, আবার কেউ বা রাজনীতির ময়দানে ‘শিক্ষানবীশ’ হিসেবে অভিষেক ঘটাচ্ছেন।


মাত্র ১২ হাজারে ৮ জিবি RAM এর মোবাইল- এখনই কিনুন