এবার বাংলাদেশীদের জন্য বন্ধ হয়ে গেল ডুয়ার্সের দরজা। মঙ্গলবার থেকে একেবারেই বন্ধ হয়ে গেল ডুয়ার্স ঘোরা। আজ থেকে আর কোন হোটেলে বাংলাদেশীদের ঠাঁই নেই। জানিয়ে দিয়েছে আলিপুরদুয়ারের হোটেল অ্যাসোসিয়েশন।
তাদের কাছ থেকে জানা গিয়েছে, “যে দেশ পতাকার কোনও সম্মান রাখতে পারে না, তাদের আমাদের দেশে কোন স্থান হবে না। আমাদের দেশ থেকে সুবিধা নেবে, চিকিৎসা করাবে আবার আমাদের দেশকেই অপমান করবে, আর আমরা মুখ বুজে তা সহ্য করব , এ কোনদিন হতে পারে না। আজ থেকে বাংলাদেশীদের জন্য আলিপুরদুয়ার সহ সীমান্তবর্তী সব এলাকার হোটেল বন্ধ হয়ে গেল। ”
আপাতত আর স্থান নেই বাংলাদেশিদের। তবে যারা এখনো আছেন, তাদের তাড়াহুড়ো করতে নিষেধ করা হয়েছে , কিন্তু এও বলা হয়েছে তারা যত তাড়াতাড়ি পারেন যেন দেশে ফিরে যান। তাদেরকে আর অতিরিক্ত সময় দেবে না, আলিপুরদুয়ারের হোটেলগুলি। এখন কত তাড়াতাড়ি তারা দেশে ফিরে যান এটাই দেখার অপেক্ষায় সকলে।