No Internet on Happy New Year
লড়াই ২৪ ডেস্ক: ঘড়ির কাঁটায় ঠিক যখন রাত ১২ টা বাজবে। অর্থাৎ ২০২১ এ যখন প্রথম পড়বে, তখন হয়তো বন্ধ হয়ে যেতে পারে আপনার মোবাইলের ইন্টারনেট।
গত কয়েক বছর না, বেশ কয়েক বছর ধরে এমনটাই হয়ে আসছে। তবে আগে অনেক সময় বন্ধ থাকলেও এখন গত কয়েক বছর ধরে মাত্র সামান্য কিছু সময়ের জন্য বন্ধ থাকে ইন্টারনেট।
এর কারণ কী? বলা যেতে পারে সারা বিশ্বের মানুষ এসময় অনলাইন থাকে ও ডেটা ব্যবহার করে। যে কারণেই হয়তো ঘটে এই সমস্যা। এবছরও কি তেমন হবে?
No Internet on Happy New Year