কলকাতা – শনিবার সকালে জিম করতে গিয়ে অসুস্থ হয়ে পড়েছিলেন মহারাজ। পরীক্ষায় সৌরভের তিনটি করোনারি আর্টারিতেই ‘ব্লকেজ’ ধরা পড়ে৷ চিকিৎসার পর সে এখন সুস্থ।এর মধ্যে একটিতে স্টেন্ট বসানো হয়েছে৷ তিন সপ্তাহ পরে তাঁর অন্য দুটি ধমনীতে স্টেন্ট বসানো হবে বলে জানাচ্ছেন চিকিৎসকরা। আজ ছুটি থাকার কথা থাকলেও আজ ছুটি হোবে না বলে জানানো হয়েছে হাসপাতালের পক্ষ থেকে।
সৌরভের ছাড়ার পাওয়ার খবরে এদিন সকালে আলিপুরের উডল্যান্ডস হাসাপাতেলের গেটের সামনে হাজির হয়েছিলেন দাদা’র অসংখ্য অনুগামী৷
আপাতত সৌরভ গঙ্গোপাধ্যায়কে ঘরোয়া ডায়েটেই থাকতে হবে। খাদ্যতালিকা থেকে বাদ পড়ছে দুধজাতীয় খাবার। কোলেস্টরেল বাড়তে পারে এমন কিছুই খেতে পারবেন না মহারাজ। রেড মিট, বিরিয়নি আপাতত বন্ধ থাকবে।