কলকাতা – ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহেই চালু হতে পারে নোয়াপাড়া-দক্ষিণেশ্বর মেট্রো, বোর্ড সূত্রে এমনই ইঙ্গিত মিলেছে। ইতিমধ্যেই দু’দফায় পরিদর্শন সেরে ফেলেছে আরভিএনএল ও কলকাতা মেট্রো রেলের আধিকারিকরা। বৃহস্পতিবার মেট্রোর জেনারেল ম্যানেজার মনোজ যোশী বিভিন্ন দপ্তরের আধিকারিকদের নিয়ে ঘুরে দেখেন নোয়াপাড়া থেকে দক্ষিণেশ্বর রেলপথ, তারপরই একথা জানান তিনি।
এদিন বরাহনগর স্টেশন ঘুরে দেখেন মেট্রোর আধিকারিকরা। একাধিকবার আরভিএনএল প্রতিনিধিরা পরীক্ষা করেছেন স্টেশন, ট্র্যাক।সেখানকার যাবতীয় খুঁটিনাটি দেখে সন্তুষ্ট হন। সেখান থেকে বেরিয়ে জানান, যত দ্রুত সম্ভব এই লাইনে পরিষেবা চালু করা হবে। সিআরএস বা কমিশনার অফ রেলওয়ে সেফটি পরিদর্শন করার পর ছাড়পত্র দেওয়া হবে।
সব ঠিক থাকলে ১০ ফ্রেব্রুয়ারি যাত্রী পরিষেবা চালু হতে পারে বলে মনে করা হচ্ছে দক্ষিণেশ্বর মেট্রো স্টেশন। নোয়াপাড়া ও দক্ষিণেশ্বরের মধ্যে দুরত্ব হচ্ছে মাত্র ৪.১ কিলোমিটার।এটাই কলকাতা মেট্রোর সব চেয়ে উঁচু স্টেশন,প্রায় ৫৬ ফুট।