LPG price hike
লড়াই ২৪ ডেস্ক: ফের বাড়ল ভর্তুকিহীন রান্নার গ্যাসের দাম। সিলিন্ডার পিছু বাড়ানো হল সাড়ে ২৫ টাকা। এই মূল্যবৃদ্ধির জেরে কলকাতায় রান্নার গ্যাসের দাম হল ৮৬১ টাকা। পাশাপাশি বাড়ানো হল বাণিজ্যিক সিলিন্ডারের দামও, মূল্যবৃদ্ধির জেরে বর্তমান মূল্য হল ১৬২৯ টাকা।
দিল্লিতে ভর্তুকিহীন গ্যাসের দাম ৮৩৪ টাকা ৫০ পয়সা, মুম্বাইতেও একই দাম। তবে চেন্নাইয়ের বাসিন্দাদের একটু বেশি দামে কিনতে হবে সিলিন্ডার। চেন্নাইয়ে এই গ্যাসের দাম পড়বে ৮৫০ টাকা ৫০ পয়সা। অপরদিকে আমেদাবাদের ভর্তুকিহীন গ্যাসের দাম ৮৭২ টাকা ৫০ পয়সা।
আরও পড়ুন…দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভবনা! উত্তরবঙ্গে পাঁচদিন টানা অতিবৃষ্টির সম্ভবনা, পূর্বাভাস হাওয়া অফিস
চলতি মাসের শুরু থেকেই বৃদ্ধি পেল গ্যাসের দাম। এউ বছরের এপ্রিলে কমানো হয়েছিল ১০ টাকা কিন্তু বিগত ৬ মাসে গ্যাসের দাম বাড়ানো হল ১৪০ টাকা।
গত কয়েকদিনে দেশে পেট্রোল ও ডিজেল বহু রাজ্যেই সেঞ্চুরি হাঁকিয়েছে। এই পরিস্থিতিতে আবার দাম বৃদ্ধি হল গ্যাসের। ফলত নাভিশ্বাস উঠে আসছে মধ্যবিত্তের। দেশের আম জনতা সরকারের কাছে বার বার এই বিষয়গুলি নিয়ে একটু আলোচনা করে দাম কমানো বা শুল্ক কমানোর আর্জি জানালেও শুনছে না কেউই। রাজ্য ও কেন্দ্র সরকার শুধু একে অপরকে দোষারোপ করতে ব্যস্ত।
LPG price hike