নির্মম! লাঠি পেটা করে বাবাকে খুন করল ছেলে
উত্তর ২৪ পরগনা: বাবা ও ছোট ছেলের অশান্তির জেরে শুরু হয় বচসা এবং তার মধ্যেই ছেলে লাঠি দিয়ে আঘাত করে বাবার মাথায়। সেই আঘাতেই মৃত্যু হয় বৃদ্ধ বাবার।
পরে গ্রেফতার করা হয় ছেলেকে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার গোপালনগর থানার কামদেবপুরে।
রথের দিন মঙ্গলবার বৌমাকে কেন বাপের বাড়ি পাঠিয়েছে ছেলে, এই নিয়ে বাবা ও ছোট ছেলের ঝামেলা শুরু হয়। মঙ্গলবার বিকেলে অশান্তি চরমে ওঠে।
আর সেই সময় আচমকা একটি লাঠি নিয়ে বাবা সুশীল মজুমদারের মাথায় আঘাত করে তাঁর ছোট ছেলে। তাঁর মাথা ফেটে যায়। তাঁকে স্থানীয় চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হয়।
পরে অবস্থার অবনতি হলে তাঁকে পাঠানো হয় বনগাঁ হাসপাতালে। মঙ্গলবার রাতেই মৃত্যু হয় সুশীলবাবুর। অভিযুক্ত ছেলের নাম সুবোধ মজুমদার।
বাবার মৃত্যুর পরই বড় ছেলে চিরঞ্জিৎ মজুমদার গোপালনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। রাতেই পুলিশ গ্রেফতার করে অভিযুক্তকে। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।