চাকরি নয়, এবার প্রেমিকা পদে নিয়োগের জন্য বিজ্ঞাপন দিলেন চিকিৎসক

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Instagram Channel Follow Now

চাকরি নয়, এবার প্রেমিকা পদে নিয়োগের জন্য বিজ্ঞাপন দিলেন চিকিৎসক

মালয়েশিয়া: চাকরির প্রয়োজন কম বেশি সকলেরই। আর তাই কর্মখালিতে নজর রাখেন সবাই। কিন্তু কখনও ভেবেছেন প্রেমিকা পদে নিয়োগের জন্য বিজ্ঞাপন দেওয়ার কথা? নাহ, ভাবেননি তাই তো? আমিও ভাবিনি। কিন্তু এই কাণ্ডই ঘটিয়ে ফেলেছেন মালয়েশিয়ার চিকিৎসক মহম্মদ নাকিব।

https://news.google.com/publications/CAAqBwgKMJ-knQswsK61Aw?hl=en-IN&gl=IN&ceid=IN:en

প্রেমিকা চেয়ে টুইটারে একটি পোস্ট করেন তিনি। তিনি কেমন, তাঁর পেশা কী, নেশাই বা কী, পছন্দ-অপছন্দ কী, বিস্তারিতভাবে সবটা সেখানে লেখেন ওই চিকিৎসক। কী এমন গুণ রয়েছে নাকিবের মধ্যে, যার জন্য কোনও তরুণী তাঁর প্রতি আকৃষ্ট হবেন, তাও লিখেছেন তিনি।

এছাড়া, তাঁকে প্রেমিক হিসেবে গ্রহণ করার কী কী কারণ হতে পারে সেটা জানানোর পাশাপাশি তাঁকে বাতিল করার যাবতীয় যুক্তিও তিনি নিজেই দিয়েছেন ওই পোস্টে। এই সম্পর্কিত বিস্তারিত তথ্য দিতে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন তৈরি করেছেন তিনি। যার নাম- ‘আপনি কেন আমার সঙ্গে ডেটে যাবেন?’

ওই চিকিৎসকের মতে বান্ধবী বা প্রেমিকা হিসেবে কারও জীবনে থাকাও কাজেরই সমতুল। তাই তাঁর এই বিজ্ঞাপনে পদের নাম দেওয়া ‘লেডিলাভ’। যোগ্যতা বলতে নাকিবের প্রেমিকার পদে ‘চাকরি’ পেতে হলে আবেদনকারীকে প্রথমত সুশিক্ষিত হতে হবে।

এছাড়া কাজ বলতে, তাঁকে ২৪ ঘণ্টা নাকিবের সঙ্গ দিতে হবে। আর এই পর্বে ঠিক মতো কোয়ালিফাই করতে পারলে চিকিৎসকের সঙ্গে যোগ দিতে হবে তার পারিবারিক অনুষ্ঠানে।

তবে এসবের জন্য প্রয়োজন ভাল পারফরম্যান্স। তাহলে কি ভাবছেন একবার আবেদন করবেন নাকি?

Author

এই খবরটা তাঁর সঙ্গে শেয়ার করুন, যার এটা জানা দরকার

Make your comment