বিটকয়েন দিয়েই কেনা যাবে পিৎজা, কফি, আইসক্রিম

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Instagram Channel Follow Now

Cryptocurrency 

লড়াই ২৪ ডেস্ক: ভারত সরকার ক্রিপ্টোকারেন্সি লেনদেনকে সমর্থন না করলেও দেশের অনেকেই এই ক্রিপ্টোকারেন্সি ব্যবহার নিয়ে উৎসাহী। এবার তাঁদের জন্যই রয়েছে এক সুখবর। নিউজ এইট্টিনের একটি রিপোর্ট অনুযায়ী, ভারতে এবার থেকে বিটকয়েন ব্যবহার করে কেনা যাবে দৈনিক সামগ্রী। তবে সরাসরি দোকানে গিয়েই আপনি এই বিটকয়েনের মাধ্যমে লেনদেন করে পারবে না। রয়েছে তার কিছু নিয়মাবিধি।

https://news.google.com/publications/CAAqBwgKMJ-knQswsK61Aw?hl=en-IN&gl=IN&ceid=IN:en

বিটকয়েন মাধ্যমে প্রথমে কিনতে হবে একটি ভাউচার। যা সংগ্রহ করতে হবে ইউনোকয়েন থেকে। এরপর সেই ভাউচার মাধ্যমে কেনা যাবে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র।

আরও পড়ুন……….গ্রাম অঞ্চলে ৫০% টিকাকরণ হলেই চলবে লোকাল ট্রেন

ন্যূনতম ১০০ টাকা থেকে ৫০০০ টাকা অবধি কেনা যেতে পারে ভাউচার।

রিপোর্ট অনুযায়ী, ভাউচারগুলি মোবাইল অ্যাপ মাধ্যমে কেনা যাবে। ব্যবহারকারীরা শপ সেকশনের আন্ডার সেখানে এই অপশন পাবেন। এর মাধ্যমেই বিভিন্ন পছন্দ মতো ভাউচার কিনতে পারবে।

ক্রিপ্টোকারেন্সি কী?

সহজে বলতে গেলে ক্রিপ্টোকারেন্সি একটি সাংকেতিক মুদ্রা। এর কোনো কাগজী রূপ নেই। শুধু ইন্টারনেটেই এর অস্তিত্ব রয়েছে। এটি ব্যবহার করে সাধারণ টাকার মতোই লেনদেন করা যায়।

 

Author

এই খবরটা তাঁর সঙ্গে শেয়ার করুন, যার এটা জানা দরকার

Make your comment