পঞ্জশিরে সরকারি ভবনে উড়ছে তালিবানের পতাকা! ‘লড়াই চলছে’ পাল্টা জানালো উত্তরের জোট

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Instagram Channel Follow Now

Taliban

লড়াই ২৪ ডেস্ক: উত্তরের জোট বা নর্দার্ন অ্যালায়েন্স রবিবারই যুদ্ধবিরতির ডাক দেয়।তালিবানের সঙ্গে আলোচনায় বসার প্রস্তাবও দেয় তারা। তখনই স্পষ্ট হয়েছিল পঞ্জশিরে ক্রমেই দুর্বল হচ্ছে আমরুলা সালেহ্ ও আহমদ মাসুদের প্রতিরোধ বাহিনী। তার পরেই সোমবার সকালে তালিবান দাবি করল, পঞ্জশিরের দখল নিয়েছে তারা।

https://news.google.com/publications/CAAqBwgKMJ-knQswsK61Aw?hl=en-IN&gl=IN&ceid=IN:en

পঞ্জশিরে উড়ছে তালিবানি পতাকা; ‘লড়াই চলছে’ পাল্টা জানাল উত্তরের জোট।পঞ্জশিরে সরকারি ভবনে উড়ছে তালিবানের পতাকা।

read more………………নকল টিকা থেকে প্রাণ বাঁচাতে একাধিক নির্দেশিকা জারি করলো কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক

তালিবানরা পঞ্জশির এখন তাদের দখলে বলে দাবি করেছে । রিপোর্টে এমনটাই জানিয়েছে সংবাদ সংস্থা এএফপি। তালিবানের প্রধান মুখপাত্র জাবিরুল্লা মুজাহিদ সোমবার সকালে দাবি করেছেন, ‘আফগানিস্তানের শেষ প্রদেশ হিসাবে পঞ্জশির এখন আমাদের দখলে। গোটা আফগানিস্তানের দখল নিয়েছে তালিবান।’

যদিও উত্তরের জোট এই দাবির পাল্টা জানিয়েছে, মিথ্যা দাবি করছে তালিবান।
তালিবানের দাবির পরে ‘ন্যাশনাল রেজিস্ট্যান্স ফোর্স অব আফগানিস্তান’ টুইট করে বলে, ‘তালিবানের পঞ্জশির দখলের দাবি মিথ্যা। এখনও সেখানে প্রতিরোধ বাহিনী রয়েছে। আমরা লড়াই করছি। আমরা আফগানদের প্রতিশ্রুতি দিচ্ছি, যত দিন না স্বাধীনতা ও নিজেদের অধিকার ফিরে পাব তত দিন লড়াই চলবে।’

তবে, উত্তরের জোট যা-ই দাবি করুক, সোমবার বেলা বাড়তেই পঞ্জশিরের সরকারি ভবনে তালিবানি পতাকা উড়তে দেখা যায়। বিক্ষিপ্ত হিংসার খবরও আসতে থাকে নেটমাধ্যমে।

Taliban

এই খবরটা তাঁর সঙ্গে শেয়ার করুন, যার এটা জানা দরকার

Make your comment