লড়াই ২৪ ডেস্ক: অভিনেত্রী-সাংসদ নুসরত জাহান বৃহস্পতিবার পুত্রসন্তানের জন্ম দিয়েছেন।কলকাতার এক বেসরকারি হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দেন অভিনেত্রী। বিগত কয়েক মাস ধরে যে জল্পনা চলছিল তাতে যবনিকা পড়েছে অবশেষে।
বুধবার রাতেই যশ দাশগুপ্তকে সঙ্গে নিয়ে হাসপাতালের পথে রওনা দেন অভিনেত্রী। হাসপাতাল যাওয়ার পথে যশের বাড়িও ঘুরে যান অভিনেত্রী। নুসরত ভর্তি হওয়ার পরই হাসপাতালের চারপাশ কঠোর নিরাপত্তা চাদরে মুড়ে ফেলে হাসপাতাল কর্তৃপক্ষ।
নুসরত জাহান হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকে ছায়াসঙ্গী ছিলেন যশ। ওটিতেও নুসরতের পাশে থেকেছেন তিনি। বিবৃতি দিয়ে জানিয়েছেন, ‘ সি সেকশনের পর মা ও সন্তান দুজনেই সুস্থ রয়েছেন, তাঁরা ভালো আছেন।’
আরও পড়ুন…………..ক্যান্সার আক্রান্ত সঞ্জয় দত্ত ও ছোট ছেলে একসঙ্গে পা খুঁড়িয়ে হাঁটছে! ভিডিও দেখালেন স্ত্রী মান্যতা
তবে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছার বন্যার পাশাপাশি কৌতুহল ছেলের কী নাম রাখলেন নুসরত। সদ্যোজাতর নাম ও ছবি দেখার ইচ্ছা প্রকাশ করেছেন অনেকেই।
সূত্রের খবর, Y’ দিয়েই ছেলের নাম রেখেছেন সাংসদ। নুসরত জাহানের পুত্র সন্তানের নাম ঈশান।তবে নিজের পরিচয়েই রাখতে চান ছেলেকে। এখনও পিতৃপরিচয় হিসাবে ‘কারও নাম’ সামনে আনেননি নুসরত।
এদিন অভিনেত্রী-সাংসদের সন্তান জন্ম দেওয়ার খবরে শুভেচ্ছা জানিয়েছেন রাজনীতিবিদ থেকে তারকা সকলেই। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘অভিনন্দন, অনেক অভিনন্দন।’
নিখিল জৈন শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘আমাদের মধ্যেকার দুরত্ব আমার শুভেচ্ছা জানানোর পথে কখনই অন্তরায় নয়। নুসরতকে ও তাঁর সন্তানকে শুভেচ্ছা জানাচ্ছি। নবজাতক সুস্থ থাকুক, তাঁর আগামী দিন উজ্জ্বল হোক।’