কলকাতা: কেন্দ্র সরকারের টিকটক ব্যান করাকে সমর্থন করেছেন সাংসদ নুসরত। তিনি জানিয়েছেন, “টিকটক আমার কাছে অনুরাগীদের সঙ্গে যুক্ত হওয়ার একটা মাধ্যম ছাড়া আর কিছুই নয়! আর সেই অ্যাপ যদি দেশের স্বার্থে নিষিদ্ধ করে দেওয়া হয়, সেক্ষেত্রে আমার পূর্ণ সমর্থন রয়েছে। “
একই সঙ্গে তাঁর প্রশ্ন, আমার সন্দেহ রয়েছে, শুধুমাত্র কয়েকটি চিনা অ্যাপ নিষিদ্ধ করলেই কি এই গুরুতর সমস্যার সমাধান হবে? সরকারের উচিত, জনসাধারণের পকেটে কোনওরকম টান না দিয়েই এর বিকল্প ব্যবস্থা করা, বিশেষ করে চিনা দ্রব্যই যাঁদের রুটিরুজি, তাঁদের জন্য। সরকারে উচিত এই সিদ্ধান্তের পাশাপাশি অবিলম্বেই তাঁদের জন্য বিকল্প কোনও ব্যবস্থা করা।” “প্রধানমন্ত্রীর চিন সফর থেকে আমরা কি পেয়েছি?”
উল্লেখ্য, টিকটকে বেশ জনপ্রিয় ছিলেন তৃণমূল সাংসদ তথা অভিনেত্রী নুসরত জাহান। তাঁর ফলোয়ার ছিল ১৪ লক্ষেরও বেশি।