কোন পরিবেশে বেশী স্থায়ী হয় ওমিক্রন, সাবধান

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Instagram Channel Follow Now

Omicron Symptoms

লড়াই ২৪ : ওমিক্রন সংক্রমণ এখন ঘরে ঘরে ছড়িয়ে পড়েছে। এই সময় ওমিক্রন সংক্রমণ মারাত্মক হারে বেড়েছে। ব্যাপক সংখ্যক মানুষ প্রতি দিন ওমিক্রনে আক্রান্ত হচ্ছেন। যাঁরা কোভিডে আক্রান্ত হচ্ছেন, শুধু তাঁরা নন, এ অবস্থায় বাড়ির বাকিদেরও সাবধানে থাকতে হবে। কোভিড রোগীদের যেমন যত্নের প্রয়োজন, তেমনই প্রয়োজন বাকিদের নিজেদের নিরাপদ রাখা।

https://news.google.com/publications/CAAqBwgKMJ-knQswsK61Aw?hl=en-IN&gl=IN&ceid=IN:en

সম্প্রতি একটি গবেষণা থেকে জানা গিয়েছে, সবচেয়ে সতর্ক হতে হবে বাথরুম নিয়ে; বাড়িতে কোভিড রোগী থাকলে। সম্প্রতি ব্রিস্টল বিশ্ববিদ্যালয়ের কয়েক জন গবেষক পরীক্ষা করে দেখেছেন, — বাড়ির মধ্যে কোভিডের জীবাণু সবচেয়ে বেশি সময় টিকে থাকতে পারে বাথরুমেই। বিজ্ঞানীরা বলছেন, কোভিডের জীবাণু মানুষের ফুসফুসে যখন থাকে, তখন সে বাঁচার জন্য আর্দ্র পরিবেশটিকে কাজে লাগায়। শ্বাসের সঙ্গে মুখ দিয়ে বাইরে বেরিয়ে এলে সেই জীবাণু বেশি ক্ষণ বেঁচে থাকতে পারে না।

যেখানে বাতাসে আর্দ্রতার মাত্রা খুব কম; মোটামুটি ৪০ শতাংশের নীচে (যেমন খুব শুকনো পরিবেশ এবং খোলা জায়গা), সেখানে মাত্র ৫ সেকেন্ড মতো বাতাসে বেঁচে থাকতে পারে এই জীবাণু।

এই জীবাণুটি সবচেয়ে বেশি সময় বেঁচে থাকতে পারে বাথরুমের মতো জায়গায়। কারণ এখানে আর্দ্রতার মাত্রা ৯০ শতাংশেরও বেশি হতে পারে। ব্রিস্টল বিশ্ববিদ্যালয়ের গবেষকরা বলছেন, ২০ মিনিট পর্যন্ত বাথরুমে থেকে যেতে পারে কোভিডের ভাইরাসটি। বাথরুমের আর্দ্র পরিবেশকে কাজে লাগিয়ে সে বাঁচার রসদ সংগ্রহ করে নিতে পারে।

 

Omicron Symptoms

Author

এই খবরটা তাঁর সঙ্গে শেয়ার করুন, যার এটা জানা দরকার

Make your comment