১লা জুলাই রাজ্যে সরকারি দফতরে পূর্ণ ছুটি ঘোষণা মুখ্যমন্ত্রীর
নবান্ন: ১লা জুলাই চিকিৎসক দিবস। এবছর ওই দিনটিকে প্রথম সারির করোনা যোদ্ধাদের সম্মানার্থে রাজ্যের সরকারি দফতর গুলিতে পূর্ণ ছুটি ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
দেশজুড়ে করোনা মোকাবিলায় একেবারে প্রথম সারিতে দাঁড়িয়ে লড়াই করে যাচ্ছে ডাক্তার, নার্স, প্যারামেডিকেল কর্মী সহ একাধিক ক্ষেত্রের কর্মীরা।
তাঁদের কথা মাথায় রেখেই এবং বাংলার প্রথম মুখ্যমন্ত্রী ডাক্তার বিধানচন্দ্র রায়ের জন্মদিন উপলক্ষে , ১লা জুলাই চিকিৎসক দিবসে সমগ্র রাজ্য জুড়ে সরকারি দফতরে পূর্ণ ছুটি ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী।
এর পাশাপাশি তিনি বাকি রাজ্য গুলিকে এবং কেন্দ্র কেউ এবিষয়ে ভাবার জন্য আর্জি জানিয়েছেন।