আবারও নক্ষত্র পতন বলি পাড়ায়, প্রয়াত সঙ্গীত পরিচালক ওয়াজিদ খান

Loading

আবারও নক্ষত্র পতন বলি পাড়ায়, প্রয়াত সঙ্গীত পরিচালক ওয়াজিদ খান

মুম্বাই: একের পর এক দুঃসংবাদ বলিউড মহলে। ইরফান খান ও ঋষি কাপুর এর পর এবার প্রয়াত বিখ্যাত সঙ্গীত পরিচালক ওয়াজিদ খান। মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালে রবিবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যু কালীন তার বয়স ছিল 42 বছর।

https://news.google.com/publications/CAAqBwgKMJ-knQswsK61Aw?hl=en-IN&gl=IN&ceid=IN:en

মৃত্যুর কারণ অবশ্য এখনো সঠিকভাবে কিছুই জানা যাচ্ছে না। তবে সূত্রের খবর ওয়াজিদ খান বহুদিন ধরেই কিডনির সমস্যায় ভুগছিলেন, এর আগেও কিডনির সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বহুবার। তবে এবার আর শেষ রক্ষা হল না।

তার মৃত্যু সংবাদ প্রথমে সোশ্যাল মিডিয়ায় সনু নীগম পোস্ট করে বলেন ” আমার ভাই ওয়াজিদ চলে গেছে”। সোশ্যাল মিডিয়ায় এই পোস্টটির পর দ্রুত খবরটি ছড়িয়ে পড়ে। বলিউডের দাবাং, বীর, পার্টনার, এক থা টাইগারের মত হিট মুভিতে সংগীত দিয়ে গেছেন সাজিদ-ওয়াজিদের জুটি। তার এই মৃত্যুসংবাদে শোকাচ্ছন্ন গোটা বলিউড মহল।

Author

Share Please

Make your comment

%d bloggers like this: