একদিনে কোটিপতি, কপাল ঘুরল রমজান আলীর

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Instagram Channel Follow Now

একদিনে কোটিপতি, কপাল ঘুরল রমজান আলীর

পরিতোষ সরকার,মালদা : একেই বলে হয়তো ভাগ্যের চাকা ঘোরা, লটারি টিকিট কেটে দিন আনে দিন খাওয়া পরিবার আজ কোটিপতি। এক কোটি টাকা লটারিতে জিতে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠল মানিকচক ব্লকের নুরপুর অঞ্চলের কলোনি এলাকার বাসিন্দা রমজান আলী। পুরস্কার পাওয়ার খবর চাউর হতেই বাড়িতে ভিড় জমাল এলাকাবাসী সহ আত্মীয়-স্বজনরা। পেশায় গাড়িচালক রমজান আলী কোটি টাকা লটারিতে পেয়ে নিরাপত্তার জন্য পুলিশের দ্বারস্থ হন তিনি। কোটি টাকা পেয়ে খুশিতে আত্মহারা গোটা পরিবার। এবার দিন বদলাবে আশায় পরিবারবর্গ।

https://news.google.com/publications/CAAqBwgKMJ-knQswsK61Aw?hl=en-IN&gl=IN&ceid=IN:en

নুরপুর কলোনি এলাকার বাসিন্দা রমজান আলী। রাজ্য সড়কের ধারে সরকারি জমির উপরে এক চিলতে ভাঙ্গাচোরা ঘরেই গোটা পরিবারকে নিয়ে বসবাস। পরিবারে চার পুত্র ও স্ত্রী রয়েছে। রমজান আলী পেশায় গাড়িচালক। সেই গাড়ি চালিয়ে যা রোজগার তাতে কোনো রকমে চলে সংসার। তবে এবার তিনি কোটিপতি। বৃহস্পতিবার নুরপুর স্ট্যান্ডে এক টিকিট বিক্রেতা আরেজ খান এর কাছ থেকে ১২০ টাকা দিয়ে টিকিট কেনেন তিনি। টিকিটের ফলাফলে দেখেই চক্ষুচড়কগাছ তার। প্রথম পুরষ্কার এক কোটি টাকা লেগেছে তারই টিকিটে। মুহূর্তে চাউর হয়ে ওঠে তার এক কোটি টাকা টিকিট পাওয়ার কথা। এলাকার মানুষ ভিড় জমান তার বাড়িতে।

এ প্রসঙ্গে রমজান আলী কথায়, খুব কষ্ট করে সংসার চলছিল। তবে মাঝেমধ্যে টিকিট কাটার শখ রয়েছে তার। বেশ কয়েকবার ছোটখাটো পুরস্কার পেয়েছেন তিনি। তবে এবার এক কোটি টাকা লাগবে তার ধারণা করতে পারেননি তিনি। তবে এই পুরস্কার পেয়ে বেজায় খুশি তার গোটা পরিবার। তিনি জানিয়েছেন, এই টাকা দিয়ে কোন এক জায়গা ক্রয় করে বাড়ি তৈরি করবেন সুখ-স্বাচ্ছন্দ্যের মধ্যে কাটবে আগামী দিনগুলি এই আশা প্রকাশ করেন তিনি।

রমজান আলীর এই কোটি টাকা লটারিতে জেতার খবর চাউর হয়েছে তার বাড়িতে ভিড় পরে এলাকার মানুষদের। স্থানীয় বাসিন্দারা জানান টাকা লটারিতে পাওয়ার খবর পেয়ে তারা বেজায় খুশি। এবার পরিবারের ভাগ্য ঘুরবে ভালোমতো করে দিন কাটবে এই আশাবাদী।

এদিকে বিষয়টি জানতে পেরে তার বাড়িতে পৌঁছায় মানিকচক থানার পুলিশের দল। নিরাপত্তার জন্য মানিকচক থানার পুলিশের আশ্রয় নেন রমজান আলী ও তার পরিবার।

Author

এই খবরটা তাঁর সঙ্গে শেয়ার করুন, যার এটা জানা দরকার

Make your comment