BREAKING: কেরলে হাতি মৃত্যুর ঘটনায় যুক্ত থাকায় গ্রেফতার এক
তিরুঅনন্তপুরম: কেরলে হাতি মৃত্যুর ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। গ্রেফতার হওয়া ব্যক্তির বয়স জানা গিয়েছে ৪০ বছর। কেরলের বনমন্ত্রীকে রাজু একথা জানিয়েছেন।
তিনি ওই বাজি সরবরাহ করেছিলেন বলে অভিযোগ। এছাড়া বাজি সরবরাহের পাশাপাশি ওই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ, কীভাবে ওই বাজি ব্যবহার করতে হয়, তাও অন্যদের দেখিয়ে দিয়েছিলেন তিনি।
এই ঘটনায় প্রচুর তারকারাও টুইট করেন। এছাড়া সাধারণ মানুষও বিচারের জন্য অনলাইনে সই সংগ্রহ করতে শুরু করেন। কেরলের মুখ্যমন্ত্রী পিনরাই বিজয়ন জানান, এই ঘটনায় জড়িত দোষীরা অবশ্যই শাস্তি পাবে।