লড়াই ২৪ ডেস্ক, কলকাতা: বৃহস্পতিবারের সবচেয়ে বড় খবর। শিয়ালদা-নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেসে চলল গুলি। রেলসূত্রে খবর, শ্রী হরবিন্দর সিং নামে এক ব্যক্তি 12313 আপ শিয়ালদহ – নয়া দিল্লি রাজধানী এক্সপ্রেসে ধানবাদ থেকে অনুপযুক্ত টিকিট নিয়ে B-8 কোচে চড়েছিলেন। যা নিয়ে কোচ TTE-এর সাথে ঝগড়ার পর গুলি চালাতে শুরু করেছিলেন ওই ব্যক্তি৷
জানা গিয়েছে, ওই ব্যক্তির বয়স 41 বছর। তিনি ভারতীয় সেনাবাহিনীতে কর্মরত। জানা গিয়েছে, ওই যাত্রী হাওড়া-নয়া দিল্লি রাজধানী এক্সপ্রেসের টিকিট নিয়েছিলেন কিন্তু তিনি ধানবাদ থেকে শিয়ালদহ-নয়া দিল্লি রাজধানী এক্সপ্রেসের অন্য একটি ট্রেনে উঠেছিলেন। ট্রেনের আরপিএফ এসকর্ট তৎক্ষণাৎ ওই ব্যক্তিকে আটক করে। এই ঘটনায় কোন আঘাত বা হতাহতের ঘটনা ঘটেনি। অভিযুক্তকে কোডারমা স্টেশনে ট্রেন থেকে নামিয়ে রাজ্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
পূর্ব রেল সমস্ত যাত্রীদের শুধুমাত্র সঠিক টিকিট সহ যেকোন ট্রেনে চড়ার জন্য অনুরোধ করেছে।