সসের সঙ্গে জ্যান্ত ইঁদুর খেয়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এক ব্যাক্তি
বেজিং : সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে । যেখানে একজন ব্যক্তিকে সস দিয়ে জ্যান্ত ইঁদুর খেতে দেখা যাচ্ছে।
ঘটনাটি চিনের গুয়াংদং প্রদেশের বলে মনে করা হচ্ছে। ওই অঞ্চলে একসময় এই খাদ্য খুবই জনপ্রিয় ছিল। পরে তা সরকার ব্যান করে দিলেও কিছু কিছু রেস্তোরাঁ, হোটেলে এখনও পাওয়া যায় এই খাদ্য ।
টুইটারে এ নিয়ে এক ব্যক্তি লিখেছেন ” এই জিনিস আমার কাছে অবিশ্বাস্য । অসুস্থ না হলে কেউ এমন সদ্যজাত জ্যান্ত ইঁদুর খেতে পারে না ” ।
কদিন আগে এক মহিলার জ্যান্ত বাদুর খাওয়ার ঘটনা সামনে এসেছে ।
উল্লেখ্য, সম্প্রতি চিনে বুবোনিক প্লেগ ছড়িয়েছে ।
বিশ্বজুড়ে মানুষ করোনার আতঙ্কে রয়েছে। করোনার আঁতুর ঘর হিসেবে চিনকেই দাবি করছে অনেক দেশ।