বার্ড ফ্লু’র আতঙ্কে মাংস থেকে মুখ ফেরাচ্ছে সাধারন মানুষ, মাথায় হাত ব্যবসায়ীদের

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Instagram Channel Follow Now

বার্ড ফ্লু’র আতঙ্কে মাংস থেকে মুখ ফেরাচ্ছে সাধারন মানুষ, মাথায় হাত ব্যবসায়ীদের

কলকাতা: শুধুমাত্র আতঙ্কের কারণে কমতে শুরু করল মুরগির মাংসের দাম। যে মাংস দিন চারেক আগেও ১৮০ টাকায় বিক্রি হয়েছে, তা এখন বাজারভেদে ১৫০ থেকে ১৬০ টাকায় বিকোচ্ছে। শুধু দাম কমেনি। কমেছে বিক্রিও। বার্ড ফ্লু’র আতঙ্ক ছড়াতেই অনেকেই মুরগির মাংস থেকে মুখ ফেরাতে শুরু করেছেন। মাংসের দোকানের লাইন ছোট হতে শুরু করেছে। জানুয়ারি মাস পিকনিকের মরশুম। বেশিরভাগ জায়গাতেই মুরগির মাংসই থাকে মেনুতে। কিন্তু, এই নয়া আতঙ্কে তাই অনেকেই মেনু বদলাচ্ছেন। আবার দামে সস্তা হওয়ায় অনেকের মুখেই ফুটেছে চওড়া হাসি।

https://news.google.com/publications/CAAqBwgKMJ-knQswsK61Aw?hl=en-IN&gl=IN&ceid=IN:en

ওয়েস্ট বেঙ্গল পোল্ট্রি ফেডারেশনের সাধারণ সম্পাদক মদনমোহন মাইতি বলেন, “প্রতি বছরই এই শীতের সময়টায় বার্ড ফ্লু’র আতঙ্ক ফিরে আসে আর তাতে মারাত্মক ক্ষতি হয় এ রাজ্যের পোলট্রি শিল্প ও ব্যবসার সঙ্গে যুক্ত লক্ষাধিক মানুষের। এ রাজ্যে এখনও কোনও মুরগির মধ্যেই বার্ড ফ্লু’র কোনও লক্ষণ ধরা পড়েনি। অথচ অযথা আতঙ্কে মাংসের দাম এবং বিক্রি কমতে শুরু করেছে। এ রাজ্যের প্রায় ৫ লক্ষ মানুষ পোলট্রি শিল্প বা উৎপাদন খামারের সঙ্গে সরাসরি যুক্ত। তারা পড়বেন সমস্যায়।”

বার্ড ফ্লু’র আতঙ্কে ডিমের দাম পাইকারি বাজারে ১ টাকা ৩০ পয়সা কমলেও খোলা বাজারে তার প্রভাব নেই। এখনও তা বিকোচ্ছে ছয় থেকে সাড়ে ছয় টাকায়। এ রাজ্যে পাইকারি বাজারে ডিমের দাম ৫ টাকা ৭০ থেকে কমে হয়েছে ৪ টাকা ৪০ পয়সা। চাহিদাও কমেছে। রাজ্যে ডিমের দৈনিক চাহিদা ২ কোটি ৮০ লাখ। এর মধ্যে ১ কোটি দেশি মুরগির ডিম। আরও ১ কোটি রাজ্যের পোল্ট্রিতে উৎপাদন হয়।

আর বাকি ৮০ লাখ আসে অন্য রাজ্য থেকে। গত চারদিনেই সেই চাহিদা কমলেও দাম কমছে না খোলাবাজারে। তবে, করোনাভাইরাসের আতঙ্কে বহু মানুষ মুরগির মাংস এরিয়ে চলায় ২০২০ সালে প্রায় ৩০০ কোটি টাকা ক্ষতির মুখে পড়তে হয় পোল্ট্রি শিল্পকে। আর ফের এবার বার্ড ফ্লু আতঙ্কে আবারও ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে।

Author

এই খবরটা তাঁর সঙ্গে শেয়ার করুন, যার এটা জানা দরকার

Make your comment