সারারাত চার্জে বসানো ছিল মোবাইল, বিস্ফোরণে মৃত শিশু সহ ৩

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Instagram Channel Follow Now

তামিলনাড়ু: সারারাত ধরে মােবাইল ফোন চার্জে বসিয়ে রেখে ঘুমােতে যাওয়ার মাশুল দিতে হল মা সহ তিন বছরের দুই যমজ সন্তানকে । প্রাথমিক তদন্তের পর তেমনটাই মনে করা হচ্ছে । বিস্ফোরণে মৃত্যু হয়েছে মা এবং দুই সন্তানের ।

ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর কারুরে । সূত্রের খবর , মােবাইল ফোনের চার্জার থেকেই আগুন ধরে যায় বাড়িতে । আর তার জেরেই অকালেই মৃত্যুর কোলে ঢলে পড়ে তিনটি প্রাণ । ঘটনাস্থলেই প্রাণ যায় মায়ের , আর হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় , দুই সন্তানের । পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে , কারুরের কাছে রায়ানুরে বাড়ি মৃত ২৯ বছরের মুথুলক্ষ্মীর ।

https://news.google.com/publications/CAAqBwgKMJ-knQswsK61Aw?hl=en-IN&gl=IN&ceid=IN:en

রবিবার রাতে বাড়িতে সােফাতেই ঘুমিয়ে পড়েছিলেন মুথুলক্ষ্মী । আর খুব কাছেই মােবাইল ফোন চার্জে বসানাে ছিল । সােমবার সকালে ৬ টা নাগাদ , পড়শিরা দেখেন মুথুলক্ষ্মীর বাড়ি থেকে আগুন বার হচ্ছে । তারা সঙ্গে সঙ্গেই দমকলে খবর দেন । এরপর দমকল এবং উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নেভান ।

দুই দমকলকর্মী বাড়ির ভেতরে ঢুকে দেখেন যে , মেঝেতে পড়ে আছে মুথুলক্ষ্মীর দেহ আর দুই সন্তান পাশে ঘরের ভিতরে অচৈতন্য অবস্থায় পড়ে আছে । শিশুদুটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও , শেষরক্ষা করা সম্ভব হয়নি । পথেই শিশুদুটির মৃত্যু হয় ।

Author

এই খবরটা তাঁর সঙ্গে শেয়ার করুন, যার এটা জানা দরকার

Make your comment