ট্যাক্সির ধাক্কার জাতীয় সড়কে মৃত্যু হল ষাঁড়ের

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Instagram Channel Follow Now

ট্যাক্সির ধাক্কার জাতীয় সড়কে মৃত্যু হল ষাঁড়ের

জয়দীপ মৈত্র, দক্ষিণ দিনাজপুর: দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুর বংশীহাড়ি ব্লকের চকসাদুল্লা এলাকায় মর্মান্তিক ঘটনা। আনুমানিক সন্ধ্যে ৭ টা নাগাদ ৫১২ নাম্বার জাতীয় সড়কের ধারে দাঁড়িয়ে থাকা একটি পীরের ষাড়কে সজোরে ধাক্কা মারে এক ট্যাক্সি । ট্যাক্সির ধাক্কার ফলে ছিটকে যায় ষাড়টি ।

https://news.google.com/publications/CAAqBwgKMJ-knQswsK61Aw?hl=en-IN&gl=IN&ceid=IN:en

ঘটনার প্রত্যক্ষদর্শী স্থানীয় এক বাসিন্দা প্রদীপ সরকার জানান, ঘাতক ট্যাক্সিটি বুনিয়াদপুর থেকে মালদার দিকে খুব দ্রুত গতিতে যাচ্ছিলো সেইসময় রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা ষাড়কে সজোরে ধাক্কা মারে । এই ঘটনা দেখে স্হানীয়রা তৎপর হয়ে আহত সেই ষাড়টিকে সেবা-শুশ্রূষা করেন কিন্তু আহত ষাড়টি মারা যায় ।

ঘাতক ট্যাক্সিটি কিছুদূর গিয়ে দাঁড়িয়ে পরে ।স্থানীয়রা ট্যাক্সির চালককে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকে । আহত ষাড় টির চিকিৎসার জন্য স্থানীয়রা ও পুলিশের তরফে ব্লকের ভেটেনারী ডাক্তারকে ফোনে যোগাযোগ করা হলেও কোনও ডাক্তারবাবু ঘটনাস্থলে আসেনি। এলাকাবাসীদের মতে ভেটেনারী ডাক্তার সময় মতো আসলে হয়তো বা প্রাণে বাঁচানো যেত ষাড়টিকে ।

এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বংশীহারী থানার পুলিশ এবং ঘাতক ট্যাক্সিটিকে ও তার চালককে তাঁরা আটক করে থানায় নিয়ে যায় ।

Author

এই খবরটা তাঁর সঙ্গে শেয়ার করুন, যার এটা জানা দরকার

Make your comment